ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Srimangal chader gari/ sreemangal dey tour/শ্রীমঙ্গল চাঁদের গাড়ি/ শ্রীমঙ্গল ডে ট্যুর

srimangal

Sylhet

sreemangal dey tour

moulvibazar srimangal

হাম হাম ঝর্ণা

Ham ham Waterfall

ham ham jhorna

হামহাম ঝর্ণা

শ্রীমঙ্গল ভ্রমণ গাইড

Автор: হাম হাম ঝর্ণা লোকাল গাইড সাজ্জাদ

Загружено: 2025-09-01

Просмотров: 1818

Описание: 🇧🇩হামহাম ঝর্ণা
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার কমলগঞ্জ বর্তমান সময়ে শ্রীমঙ্গল ও হামহাম ভ্রমণের সকল তথ্য একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিবেন।

🏞️হামহাম ঝর্ণা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে ২০১০ সালের শেষের দিকে পর্যটন গাইড শ্যামল দেববর্মাকে সাথে নিয় একদল পর্যটক হাম হামের এই অনিন্দ্য জলপ্রপাতটি আবিষ্কার করেন। স্থানীয়দের কাছে এই ঝর্ণা চিতা ঝর্ণা হিসাবে পরিচিত, তাদের মতে এই জঙ্গলে আগে চিতা পাওয়া যেত। প্রায় ১৪০ফিট উঁচু এই ঝর্ণার বুনো সৌন্দর্য দেখার জন্যে অনেক কষ্ট স্বীকার করে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসে। শীতকালে তুলনামূলক পানি কিছটাু কম থাকলেও বর্ষাকালে হামহামের বুনো সৌন্দর্য্য দেখার উপযুক্ত একটা সময়।

💯বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক হামহাম ঝর্ণা যাবার উদ্দেশ্যে কলাবনপাড়া এসে নেটওয়ার্ক না থাকার কারণে নানান ঝামেলাতে এবং সিন্ডিকেটে পড়ে যান। হামহাম দেখে ফিরে এসে পর্যটক যে হোটেলে দুপুরের খাবার খান সেই খাবারের হোটেল ১৭/৯/২০২২/ বিভিন্ন প্রকার সিন্ডিকেটের কারণে স্থানীয় প্রশাসন বন্দ করে দিয়েছেন। বর্তমান সময়ে কলাবন-পাড়া খাবারের কোন ব্যবস্থা পাওয়া যায় এখন। আপনাদের খাবারের প্রয়োজন হলে স্থানীয় গাইডের সাথে খাবারের বিষয়টা জানিয়ে যাবেন অবশ্যই গাইডের মাধ্যমে ঘরোয়া পরিবেশে খাবারের একটা ব্যবস্থা পেয়ে যাবেন। অবশ্যই আগে থেকে গাইড কে জানিয়ে যাওয়া প্রয়োজন। আশা করি, হামহাম ভ্রমণে কোন প্রকার সমস্যায় পড়তে হবে না, কলাবনপাড়া এলাকায় পর্যটকদের পাহাড়ি অঞ্চলের গাইডের সিন্ডিকেটের সমস্যা দেখা যায়, এবং রাস্তা থেকে অপরিচিত যে কেউ গাইড হিসেবে আপনাদের সাথে যেতে চাইলে তাকে গাইড হিসেবে পাহাড়ে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। অবশ্যই নিচের দেয়া নাম্বার প্রয়োজন হলে আগে থেকে গাইড কে জানিয়ে যেতে পারেন আশাকরি হামহাম ভ্রমণের সিন্ডিকেট মুক্ত সুন্দর একটা ভ্রমন ট্রিপ দিতে পারবেন ইনশাআল্লাহ।

🙄কিভাবে যাবেন
ঢাকা থেকে হাম হাম যেতে হলে শ্রীমঙ্গল হয়ে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। কমলাপুর বা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে পারাবত, জয়ন্তিকা বা উপবন এক্সপ্রেস ট্রেনে করে প্রথমে শ্রীমঙ্গল আসা যায়। শ্রেনীভেদে ভাড়া ২৬০-১০০০ টাকা। ট্রেনে শ্রীমঙ্গল যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা। আর বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৪০০ থেকে ৬০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি এসি ও নন এসি বাস পাওয়া যায়। এসি ও নন এসি এসব বাসের ভাড়া ৭০০ – ১০০০ টাকা। বাসে করে শ্রীমঙ্গল যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা।

👉গাড়ি ও গাইড
শ্রীমঙ্গল থেকে সকাল সকাল হামহামে উদ্দেশ্যে রওনা দিলে ভাল হয়। বর্তমান পরিস্থিতির মধ্যে প্রথম আপনাকে একজন লোকাল গাইডের নাম্বার সংগ্রহ করলে ভালো হয়। এছাড়া কলাবন পাড়া পৌঁছানোর আগে গাইডের সাথে গাড়ি ভাড়া সম্পর্কে বিস্তারিত কথা বলে যাবেন। অবশ্যই একজন গাইড জানে কোন গাড়ির সঠিক ভাড়া কত। ভ্রমণ সঙ্গীর প্রত্যেকে বাঁশের লাঠি নিতে ভুল করবেন না, আর অবশ্যই জোঁকের কথা মাথায় রাখবেন। কলাবন পাড়া থেকে হামহাম যাবার দুটো ট্রেইল আছে আছে, ঝিরি পথ ও পাহাড়ি পথ। ঝিরি পথে একটু সময় বেশি লাগলেও এই পথের সৌন্দর্য পাহাড়ি পথের চেয়ে অনেক বেশি। তবে বর্ষাকালে ঝিরি পথে অনেক জোঁক থাকে। কলাবন পাড়া থেকে হামহাম যেতে ২-৩ ঘন্টা লাগবে। তবে পাহাড়ি রাস্তায় হাঁটার অভ্যাস না থাকলে সময় আরও একটু বেশি লাগতে পারে।

🙄কোথায় থাকবেন
হামহাম ঝর্নার আশেপাশে থাকার মতো কোন ব্যবস্থাই নেই। তাই খুব সকালে রওনা দিয়ে দিনে দিনে ফিরে আসাই ভালো। তবে গাইডের সাথে কথা বলে যদি নিজেকে মানিয়ে নিতে পারেন তবে কুরমা বনবিট এলাকার কোথাও থাকতে পারবেন। শ্রীমঙ্গল থাকার জন্য ভালো মানের হোটেল আছে এদের মধ্যে,[হোটেল গ্র্যান্ড সুলতান ]{পাঁচ তারকা} নভেম রিসোর্ট , নিগর্স ইকো কটেজ, টি মিউজিয়াম রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট, টি টাউন রেস্ট হাউস হোটেল প্লাজা , বি :টি: আর :আই ইত্যাদি।

🌍আশেপাশের দর্শনীয় স্থান
✓ সিতাপ ঝর্ণা
✓মাধবপুর লেক
✓লাউয়াছড়া জাতীয় উদ্যান
✓সাত রঙের চা _নীলকন্ঠ কেবিন
✓বর্ডারের মেঘা লেক
✓কুরমা বনবিট কাশিয়াপল্লী
✓ কুরমা চা বাগান ইত্যাদি

দৃষ্টি আকর্ষণ🙂
যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের

😐সতর্কতাঃ
হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

🙂ঝর্ণা সম্পর্কে হামহাম ভ্রমণের গাড়ি সম্পর্কে অথবা ভাড়া সম্পর্কে জানতে একজন লোকাল গাইডের সাথে কথা বলবেন। তাই যেকোনো প্রয়োজনে আগে থেকে ফোনে কথা বলে রাখবেন তাহলে আর সমস্যায় পড়তে হবে না।

#লোকাল_গাইড_ও_গাড়ি
গাইড সাজ্জাদ 📲01717760509
চাঁদের গাড়ি📲01732465067

💥ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Srimangal chader gari/ sreemangal dey tour/শ্রীমঙ্গল চাঁদের গাড়ি/ শ্রীমঙ্গল ডে ট্যুর

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]