ভুতুড়ে লাইব্রেরি: কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় বাড়ি | Haunted National Library
Автор: Pothiker Prithibi
Загружено: 2025-08-30
Просмотров: 180
Описание:
ভুতুড়ে লাইব্রেরি – কলকাতার রহস্যময় ন্যাশনাল লাইব্রেরি | Haunted Library of Kolkata
আপনি কি ভূতের গল্পে বিশ্বাস করেন? কলকাতার ন্যাশনাল লাইব্রেরি (National Library of India) শুধু বইয়ের ভাণ্ডার নয়—এটা ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় haunted place-এর মধ্যে অন্যতম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই লাইব্রেরি ঘিরে তৈরি হয়েছে অসংখ্য ভুতুড়ে কাহিনি, অদ্ভুত শব্দ আর অজানা ভয়ের অভিজ্ঞতা।
এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি কলকাতার সবচেয়ে ভুতুড়ে জায়গা – ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া সম্পর্কে সত্য ঘটনা এবং কিংবদন্তি। বলা হয়, রাতে এখানে শোনা যায় কারও পায়ের শব্দ, চেয়ার টেনে নেওয়ার আওয়াজ, এমনকি কারও নিঃশ্বাসও। অথচ তাকালে দেখা যায়, চারপাশ ফাঁকা।
ন্যাশনাল লাইব্রেরির সঙ্গে জড়িয়ে আছে লর্ড মেটকাফের স্ত্রী লেডি মেটকাফের ভূতের কাহিনি। অনেক কর্মী দাবি করেছেন, তিনি নাকি আজও করিডোরে হাঁটাহাঁটি করেন। আবার কেউ কেউ বলেন, এখানে কাজ করার সময় হঠাৎ আলো নিভে যায়, বইয়ের তাক নড়ে ওঠে, কিংবা পিছন থেকে অজানা ছায়া এগিয়ে আসে।
যদি ভূতের গল্প, রহস্যময় জায়গা বা Haunted places in India আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিও আপনার জন্যই।
👉 আমাদের চ্যানেল "পথিকের পৃথিবী" সাবস্ক্রাইব করুন। আমরা নিয়ে আসি ভ্রমণ, ইতিহাস, আর রহস্যের মিশ্রণ—যেখানে বাস্তব ঘটনা আর অদেখা দিক একসঙ্গে ফুটে ওঠে।
🔔 নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই Bell Icon চাপুন।
#HauntedPlaces #KolkataHaunted #NationalLibraryKolkata #pothikerprithibi
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: