আমবাড়ি গরুর হাট দিনাজপুর পর্ব ☞১২
Автор: বাজার দর
Загружено: 2025-10-26
Просмотров: 105334
Описание:
@বাজারদর আমবাড়ি গরুর হাট দিনাজপুর
আজ সোমবার ২৭ অক্টোবর ২০২৫ তারিখ
এই লাইভ ভিডিও করা হয়েছে।
আমবাড়ি গরুর হাট থেকে শুরু করা আজকের লাইভ ভিডিও তে আপনারা যাঁরা সরাসরি যুক্ত হয়ে লাইক করেছেন এবং আমার বাজার দর চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আশা করি আগামীতেও আপনাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আজকের লাইভ ভিডিও তে আমি সব ধরনের গরুর দাম জানাতে চেষ্টা করেছি। আমবাড়ি গরুর হাটে প্রচুর পরিমানে শাহীওয়াল জাতের ষাঁড় বাছুর এবং বোকনা বাছুর পাওয়া যায়।
আমি চেষ্টা করেছি সেগুলো আপনাদের কে দেখাতে, এবং এখন যদি আপনি এই ভিডিও দেখেন তবে শাহী-ওয়াল জাতের ষাঁড়, এবং বোকনা বাছুর এর ছড়াছড়ি দেখতে পাবেন।
এছাড়াও এ হাটে প্রচুর পরিমানে ষাঁড় গরু পাওয়া যায়, পাওয়া যায় হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের বোকনা গরু এবং ষাঁড় গরু।
হাটে প্রচুর পরিমানে দেশি প্রজাতির বাছুর পাওয়া যায়,বিভিন্ন বয়সের বাছুর, আমি চেষ্টা করেছি সেগুলো আপনাদের কে দেখাতে। হাটে প্রচুর পরিমানে দেশি জাতের বড় বড় বোকনা গরু পাওয়া যায়, পাওয়া যায় দেশি গাভী গরু।
হাটে আসা যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। বাংলাদেশের যে কোন জেলা থেকে এই হাটে আসা খুব সহজ।
ঢাকা ফুলবাড়ী দিনাজপুর মহাসড়কের সাথে আমবাড়ি নামক স্থানে মহাসড়কের পাশে এই হাট সাপ্তাহে দুদিন লাগে প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার।
খুব সকাল থেকে এই হাট শুরু হয়ে যায় বিশেষ করে বেঁচা বিক্রি শুরু হয়ে যায়।
যোগাযোগ - আপনার ব্যক্তিগত প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, দয়া করে কল করা থেকে বিরত থাকুন,নাম্বার -০১৭১৪-১৩১২৩৭
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
#cow #baffalo #cowgoat #animals #nature
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: