নদী ভাঙনে আমাদের চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে
Автор: Debabrata vlogs
Загружено: 2025-07-28
Просмотров: 507
Описание:
নদী ভাঙনে আমাদের চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে #debabratavlogs #rivererosion #gangariver #নদীভাঙন #গঙ্গা #নদী #muliramtola #shrikanttola #mahanandatola
ভাঙন ঠিকানা 👇
গ্রাম -মুলিরাম টোলা, শ্রীকান্ত টোলা,
পোস্ট অফিস - মহানন্দ টোলা,
থানা -রতুয়া,
জেলা - মালদা l
মালদা জেলার গঙ্গা পাড়ের দুই গ্রাম শ্রীকান্ত টোলা আর মুলিরাম টোলা। এই দুটি নাম শুনলেই স্থানীয়দের মনে ভেসে ওঠে এক বুক চাপা কষ্ট আর অনিশ্চয়তার ছবি। একসময় এই গ্রামগুলো ছিল সবুজে ঘেরা, ফসলে ভরা। মা গঙ্গা তাদের জীবন দিত, আবার সেই গঙ্গা তাদের সর্বনাশের কারণ।
একসময় শ্রীকান্ত টোলা আর মুলিরাম টোলা ছিল একে অপরের প্রতিবেশী। কিন্তু গঙ্গার ভাঙন তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। যে পথ দিয়ে তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত, সে পথ এখন গঙ্গার জলে বিলীন। গ্রামের পর গ্রাম নদীর গ্রাসে চলে গেছে। যারা এককালে সম্পন্ন কৃষক ছিল, তারা আজ ভূমিহীন। কেউ আশ্রয় নিয়েছে বাঁধের ধারে, কেউ বা দূরের শহরে শ্রমিকের কাজ খুঁজছে।
নদীর ভাঙন শুধু মাটি আর বাড়ি কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে মানুষের মন থেকে শান্তি আর নিরাপত্তা। প্রতি বছর বর্ষা এলে নতুন করে আতঙ্ক গ্রাস করে তাদের। কখন তাদের শেষ সম্বলটুকুও নদীগর্ভে চলে যাবে, এই ভয় নিয়েই দিন কাটে তাদের। শ্রীকান্ত টোলা আর মুলিরাম টোলার গল্প শুধু দুটি গ্রামের গল্প নয়, এ হলো গঙ্গার ভাঙনে সর্বস্বান্ত হওয়া হাজারো মানুষের নিরন্তর সংগ্রামের গল্প।
এবার আরও বেশি পরিমাণ নদী ভাঙন হচ্ছে l একটা নয় পুরো তিনটা গ্রাম নদীতে তলিয়ে গেল l এর আগে মানুষের অনেক জমির ফসল গঙ্গায় তলিয়ে গেছে কিন্তু এবার ভিটে মাটিও তলিয়ে যাচ্ছে তবুও কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না l সত্যি আমরা গ্রাম বাসী
অনেক কষ্টে এবং আতঙ্কে দিন কাটাচ্ছি l
তোমরা please video টা share করো l
Thank you for watching video
Please subscribe My Youtube channel.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: