সোয়েটার তৈরি হওয়ার কি কি ধাপ । What are the steps to go through to make a sweater?
Автор: Tanvir Vlog
Загружено: 2024-11-28
Просмотров: 2117
Описание:
প্রথমে বায়ারের থেকে অর্ডার অনুযায়ী ফ্যাক্টরির মার্চেন্ডাইজার অডার এর স্যাম্পল এবং টেক প্যাক সংগ্রহ করে।
স্যাম্পল এর ধরন অনুযায়ী ফ্যাক্টরি মার্চেন্ডাইজার সুতা ট্রিমস এবং এক্সোসরিজ বায়ারের নমিনেটেড সাপ্লাই এর অথবা নিজস্ব সাপ্লাইয়ারের থেকে সংগ্রহ করে থাকে।
সুতা ট্রিমস এবং এক্সেসরিজ সংগ্রহ করা হলে তা আমাদের স্যাম্পল ডিপার্টমেন্টকে বুঝিয়ে দেওয়া হয়।
স্যাম্পল ডিপার্টমেন্ট বায়ারের স্যাম্পল অনুযায়ী ডেভলপমেন্ট/ফিট স্যাম্পল তৈরি করে এবং সেটা আমাদের ফ্যাক্টরির মার্চেন্ডাইজার বায়ারকে আপ্রভে এর জন্য পাঠায় যদি সব কিছু ঠিক থাকে তাহলে অর্ডার কনফার্ম করা হয় এবং পরবর্তী ধাপ এর কাজ শুরু করা হয়।
প্রি-প্রোডাকশন স্যাম্পল তৈরি করা হয় এবং বায়ারের এর মাধ্যমে আপ্রভে করা হয়।
সাইজ সেট এর স্যাম্পল তৈরি করা এবং প্রি-প্রোডাকশন মিটিং সম্পন্ন করা হয়
অর্ডার পাওয়ার পর কাজ হল ম্যাটেরিয়াল সংগ্রহ করা যেমন সুতা ট্রিমস অ্যাকেসরিজ ইন হাউস নিশ্চিত করা এবং সেগুলো ইনস্পেকশন করা যদি পাশ হয় তাহলে পরবর্তী ধাপে আগানো আর যদি ফেল হয় তাহলে বায়ার এবং সাপ্লায়ারকে তা জানানো ।
প্ল্যানিং এবং আই ই টিমের মাধ্যমে সঠিক প্ল্যান অনুযায়ী সকল ডিপার্টমেন্ট সঠিকভাবে প্ল্যান করা হয়
প্ল্যানিং এবং আই ই ডিপার্টমেন্টের প্ল্যান অনুযায়ী লট বাই লট প্রথমে সুতা ওয়াইন্ডিং করা হয় এবং মাঝে মাঝে সুতা নমনীয় করার জন্য মোম এর মাধ্যমে সুতা রি-ওয়ান্ডি করা।
ওয়াইন্ডিং করা সুতা প্লান অনুযায়ী নিটিং ফ্লোরে যোগান দেয়া হয়
প্ল্যানিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্ল্যান অনুযায়ী সোয়েটার এর বিভিন্ন অংশ জ্যাকার্ড মেশিন এর মাধ্যমে তৈরি করা হয় ।
জ্যাকার্ড নিটিং মেশিনের তৈরিকৃত অংশ কোয়ালিটি কন্ট্রোল মাধ্যমে এর গুণগত মান চেক করা হয় যদি তা পাশ হয় তাহলে লি;কিং সেকশনে পাঠিয়ে দেয়া হয়।
প্ল্যানিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী নিটিং করা বিভিন্ন অংশ লিংকিং মেশিন এর মাধ্যমে জোড়া দেয়া হয়।
লিংকিং করা সোয়েটার প্যানেল কোয়ালিটি মাধ্যমে চেক করা হয় যদি কোন সমস্যা হয় তা পুনরায় ঠিক করা হয় আর যদি সমস্যা না হয় তাহলে পরবর্তী ধাপে পাঠানো হয়।
ট্রিমি; এন্ড মিন্ডি; এর কাজ হল লিংকিং এর সময় যদি মেশিন এর কারনে তৈরি সমস্যা অথবা তৈরিকৃত পণ্যের সমস্যা থাকে তা দূর করা
লাইট চেকের মাধ্যমে লি;কি; পোশাকের গুনাগুন চেক করা যদি ঠিক থাকে তাহলে পরবর্তী প্রসেসে পাঠানো।
ফাইনাল কোয়ালিটি চেক এর মাধ্যমে পণ্যের কোয়ালিটি চেক করা এবং যদি ঠিক থাকে তাহলে ওয়াশিং পাঠানো হয়।
বায়ারের চাহিদা অনুযায়ী সোয়েটার ওয়াশ করা হয় পরবর্তী প্রসেসে পাঠানো হয়।
সুইং করা যেমন লেভেল জিপার বোতাম সাইজ লেবেল ইত্যাদি লাগানো।
পি কিউ সি কোয়ালিটি চেক করা যদি সব ঠিক থাকে তাহলে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া।
আয়রন করা এবং পণ্যের সৌন্দর্য ফুটিয়ে তোলা।
ফিনিশিং করা।
বায়ারের চাহিদামত প্যাকিং করা।
আমাদের ফাইনাল পন্য তৈরি হওয়ার পর সর্বশেষ বায়ারের নমিনেটেড পারসন এর মাধ্যমে শিপমেন্ট অডিট চেক করা । যদি সব ঠিক থাকে তাহলে আমাদের পণ্য তারিখ অনুযায়ী শিপমেন্ট করা।
সোয়েটার তৈরি হওয়ার কি কি ধাপ । What are the steps to go through to make a sweater?
#sweater #sweaterdesign #sweaterweather #sweaterkadesignekoti #ironman #iron #ironing #shortvideo #viral #popular_status #factory #factoryking #finishing #sweater #sweaterdesign #sweater#manufacturing #garments #garmentsshortvideo #handstitch #handstitched
#handstickerei #handstitching #manufacturing #linking #knitting #knittingdesign #knittingpattern
#jobs #jobsearch #jobvacancy #workout #work #Ironsweater
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: