রাবণের মৃত্যুর পরে মন্দাদরী বিভীষণ কি বিয়ে করেছিল।।After Ravana death did Mandadiri marry
Автор: অজানা রহস্য
Загружено: 2023-08-27
Просмотров: 2788
Описание:
রাবণের মৃত্যুর পরে কি মন্দাদরী বিভীষণ কি বিয়ে করেছিল।।After Ravana death did Mandadiri marry
রাবণের মৃত্যুর পর তার স্ত্রী কেন দ্বিতীয় বিবাহ করেছিল
মহাকাব্য রামায়ণ অনুসারে, মন্দোদরী ছিলেন লঙ্কার রাজা রাবণের স্ত্রী। রামায়ণে তাকে সুন্দরী, ধর্মপ্রাণা ও নীতিপরায়ণা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি পঞ্চকন্যার একজন ছিলেন। রামায়ণের যুদ্ধের পর সোনার লঙ্কা ছারখার হল, রাবণ মৃত্যু হল । লঙ্কার রাজা হলেন বিভীষণ। কিন্তু রাবনের মৃত্যুর পর মন্দোদরীর কী হয়েছিল? কী করলেন তিনি? আজ আপনাদের জানাবো রাবণের স্ত্রী মন্দোদরী সম্পর্কে।
মন্দোদরী ছিলেন অসুররাজ ময়াসুর ও অপ্সরা হেমার কন্যা। । ঋষি কশ্যপের পুত্র ময়াসুর হেমা নামক এক অপ্সরাকে বিবাহ করেছিলেন। তাদের দুই পুত্র ছিল – মায়াবী ও দুন্দুভি। কিন্তু তারা দুজনেই অনেক দিন ধরে একটি কন্যাসন্তান প্রাপ্তির ইচ্ছা পোষণ করছিলেন। এজন্য তারা মহাদেবের তপস্যা করতে শুরু করেন
এদিকে কোন এক সময় মধুরা নামে এক অপ্সরা। কৈলাস পর্বতে মহাদেবের পূজা করতে আসেন। সেই সময় পার্বতী না থাকায় মধুরা মহাদেবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলো।
এজন্য ক্রুদ্ধ হয়ে দেবী পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে, সে বারো বছর ব্যাঙ হয়ে থাকবে। তখন মধুরা অভিশাপ নিয়ে অসুররাজ মায়াসুরের রাজ্যে একটি কুয়োর মধ্যে থাকতে শুরু করল। এরপর বারো বছর পর মধুরা পুনরায় এক সুন্দরী নারীতে পরিণত হলো। তখন সে কুয়োর ভিতর থেকে চিৎকার করতে থাকে। কাছেই মায়াসুর ও হেমা তপস্যা করছিলেন। তারা মধুরার ডাকে শুনতে পাই এবং তাকে পালিতা কন্যারূপে গ্রহণ করেন। তারা মধুরাকে মন্দোদরী নামে পালন করতে থাকেন। মায়াসুরের বাড়িতে এসে রাবণ মন্দোদরীর প্রেমে পড়ে যায়। পরে রাবণ ও মন্দোদরীর বিবাহ হয়। রাবণ ও মন্দোদরীর তিনটি পুত্র সন্তান ছিল মেঘনাদ, অতিকায় ও অক্ষয়কুমার।
রাবণের অনেক দোষ সত্ত্বেও মন্দোদরী তাকে অনেক ভালবাসতেন এবং তার পরাক্রমের জন্য গর্বও অনুভব করতেন। সর্বদা মন্দোদরী রাবণকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতেন। কিন্তু রাবণ মন্দোদরীর কথা শুনতেন না। সীতাকে অপহরণ করার পর মন্দোদরী সীতাকে শ্রীরামের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, রাবণ তার কথা শুনেননি। রামায়ণের যুদ্ধ শেষে রাবণ মৃত্যুবরণ করে। এরপর রাবণের মৃতদেহের কাছে এসে শোক প্রকাশ করতে থাকেন মন্দোদরী। এই যুদ্ধে মন্দোদরী তার স্বামী, পুত্র ও সকল নিকটাত্মীয় হারিয়েছিলো।
রাবণের মৃত্যুর পর বিভীষণ মন্দোদরীকে বি
বাহ করেন । কারণ লঙ্কার উন্নতি ও স্থিতিশীলতা, ও রাজকীয় ক্ষমতার জন্য মন্দোদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন।
মন্দোদরী ও বিভীষণের বিবাহের সিদ্ধান্তে লঙ্কা উন্নতি হয়েছিল
#রাম
#ram
#sita
#সীতা
#রাবণ
#raban
#manjodhori
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: