use of salt in fish farm|পুকুরে লবন দিলে কি হয়|use of salt in fish farming| মাছের পুকুরে লবণ দেয়া
Автор: বালা ফিশারিজ
Загружено: 2021-12-18
Просмотров: 1653
Описание:
use of salt in fish farm|পুকুরে লবন দিলে কি হয়|use of salt in fish farming| মাছের পুকুরে লবণ দেয়া
#useofsaltinfishpond
পুকুরে লবণ প্রয়োগ করলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,মাছের খাবার দ্রুত হজম হয় এবং খাদ্যের গুণ বৃদ্ধি পায়। তাই পুকুরে লবণ প্রয়োগ অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
বালা ফিশারিজ
ঠিকানা: যশোর সদর, যশোর।
মোবাইল: 01715908523
মাছের ও পোনার কন্ডিশনিং করে শক্তি বৃদ্ধি করা;
মাছের ডিমে ছত্রাক সংক্রমণ নিয়ন্ত্রণ করা
মাছের বাহ্যিক পরজীবি ও জীবানু নিয়ন্ত্রণ
পুকুরের পানির নাইট্রাইট (NO2) বিষাক্ততা কমানো বা নিরসন
মাছের খাদ্যে প্রয়োগ করে খাদ্যর গুণ বৃদ্ধি করা
বায়োফ্লকে / রাসে ( RAS) ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক দমন এবং নাইট্রাইট নিয়ন্ত্রণ করা
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মাছের শরীরে শ্লেষা(mucus) বাড়ানো ইত্যাদি কাজে লবণ উত্তম কাজ করে।
পুকুরে মাছের ক্ষত রোগ হলে বা অন্য কোন সমস্যা দেখা দিলে প্রায়শই শতকে ১ কেজি লবণ ও ১ কেজি/ ৫০০ গ্রাম চুন দেয়ার পরামর্শ প্রদান করেন। পানিতে ও মাছে কি সমস্যা আছে তা না জেনে লবণ ও চুন প্রয়োগের পরামর্শ কেন প্রদান করা হয় তা আমার অজানা।
#macherjonnolobon
#পুকুরেলবনদিলেকিহয়
#পুকুরেলবণেরব্যবহার
#functionsofsaltinfishpond
#মাছেরপুকুরেলবণেরব্যবহার
#মাছচাষেপুকুরেলবণেরব্যবহার
#মাছচাষেলবণেরব্যবহার
#মাছেরপুকুরেলবনেরউপকারিতা
#useofsaltinfishpond
#useofsaltinfishfarm
#useofsaltinfishfarming
#মাছচাষেরপরামর্শ
পুকুরে লবনের কাজ:-
১) পানির অম্লভাব কমিয়ে ফেলে;
২) অ্যামোনিয়া জনিত বিষাক্ততায় অতি দ্রুত কার্যকর ;
৩) পরিবেশগত চাপে মাছের দেহে "ইলেক্ট্রোলাইট" সরবরাহ করে মাছকে সতেজ ও স্বাভাবিক জীবন যাপনে সহায়তা করে;
৪) পানির ঘোলাত্ব দূর করতে সহায়তা করে;
৫) মাছের খাদ্য হজমে সাহায্য করে;
৬) মাছের দেহের রক্তচাপ কে স্বাভাবিক রাখে;
৮) ক্ষত রোগ, পাখনা পঁচা রোগ, ফুলকা রোগ, পেট ফোলা রোগ ইত্যাদি প্রতিকার ও প্রতিরোধ করা যায়;
৯) উকুনসহ অন্যান্য পরজীবীদের মেরে ফেলে এবং বংশ বৃদ্ধিতে বাঁধা দেয়;
১০) ফাংগাস ও ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাঁধা দেয়;
১১) মাছের ডিম ফুটানোর হার বৃদ্ধি পায়;
১২) সার ও চুনের কার্যকারিতা বাড়ায়;
১৩) মাছের সেল্ফ লাইফ (Shelf Life) বাড়ায়;
১৪) মাছের স্ট্রেস নেয়ার ক্ষমতা বাড়ে ফলে বেশি দূরত্ব পর্যন্ত পরিবহন করা যায়;
১৫) মাছের দেহ পরিষ্কার রাখে।
১৬. Hatching jar এ ০.৫ ppt লবণ যুক্ত করেল মাছে রেনুর survival rate ও বেড়ে যায়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: