গ্রীষ্ম ও বর্ষার হাত থেকে স্ট্রবেরি গাছ সংরক্ষণ পদ্ধতি।স্ট্রবেরি গাছকে সারাবছর বাঁচিয়ে রাখার পদ্ধতি
Автор: People's Botany
Загружено: 2024-04-08
Просмотров: 186
Описание:
গ্রীষ্ম ও বর্ষার হাত থেকে স্ট্রবেরি গাছ সংরক্ষণ পদ্ধতি।স্ট্রবেরি গাছকে সারাবছর বাঁচিয়ে রাখার পদ্ধতি। গ্রীষ্মের দাবদাহ ও বর্ষার বৃষ্টির হাত থেকে স্ট্রবেরি গাছ কে পরিচর্চা করে রাখতে পারলে এই স্ট্রবেরি গাছটিকে আমরা মাদার গাছ হিসেবে রাখতে পারবো এবং এই স্ট্রবেরি গাছটি থেকে জুলাই আগস্ট মাস নাগাদ প্রচুর রানার বেরোবে এবং সেই রানার থেকে আমরা অনেক চারা গাছ তৈরি করে নিতে পারবো তার জন্য এই স্ট্রবেরি গাছটিকে কিভাবে আমরা এখন কাটায় ছাটাই করে সংরক্ষণ করে রাখবো সেটি দেখার জন্য আমার এই People's botany চ্যানেলে সুন্দরভাবে দেখানো হয়েছে আপনারাও এই ভিডিও টি দেখে আপনাদের গাছটিকে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে পরের বছরে নার্সারি থেকে আর চারা গাছ কিনতে হবে না আপনারা বাড়িতেই অনেক চারা তৈরি করে নিতে পারবেন এবং এই চারা রোপন করে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ প্রচুর স্ট্রবেরি ফল আপনাদের ছাদ বাগানে পেয়ে যাবেন
#স্ট্রবেরি গাছ কে সারাবছর বাঁচিয়ে রাখার পদ্ধতি
#স্ট্রবেরি গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা
#স্ট্রবেরি গাছ কে রোদ্দুর ও বৃষ্টির হাত থেকে বাঁচানোর পদ্ধতি।
#স্ট্রবেরি গাছে প্রচুর ফল আনার পদ্ধতি
#স্ট্রবেরি গাছের মাটি তৈরি
#How to preserve strawberry plants
#How to care for strawberry plants
#How to make seedlings from strawberry plant runners
ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন ও শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও এইভাবে স্ট্রবেরি গাছটিকে সংরক্ষণ করে রাখতে পারে এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য 👆👍🙂
আমার চ্যানেলে এসে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ 🙏🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: