হাতে বানানু গাজরের ফিরনি ।বাসায় তৈরি রেসিপি।সুস্বাদু গাজরের ফিরনি।
Автор: Kona rahman
Загружено: 2025-07-13
Просмотров: 6
Описание:
আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে ঘরোয়া উপায়ে সহজে এবং সুস্বাদুভাবে গাজরের ফিরনি (Gajorer Firni) তৈরি করা যায়। গাজর আমাদের দেশের একটি পরিচিত এবং উপকারী শাকসবজি, যা দিয়ে তৈরি করা যায় অসাধারণ মিষ্টান্ন। এই রেসিপিটি শীতকাল, অতিথি আপ্যায়ন বা বিশেষ কোনো উপলক্ষে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট।
এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখিয়েছি কীভাবে হাতে বানানো উপায়ে গাজরের ফিরনি তৈরি করতে হয়। কোনো প্রকার কৃত্রিম উপাদান ছাড়াই সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হয়েছে এই মজাদার মিষ্টান্নটি।রেসিপির উপকরণ সমূহঃ
কুচি করে কাটা গাজর
সেদ্ধ করা চাল
দুধ
চিনি
এলাচ
ঘি
বাদাম ও কিশমিশ (ইচ্ছেমতো)যেভাবে তৈরি করা হয়েছেঃ
১. প্রথমে গাজর ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নেয়া হয়েছে।
২. তারপর হালকা ঘিতে গাজর ভেজে নেওয়া হয়েছে।
৩. দুধ ফুটিয়ে তার মধ্যে ভেজে রাখা গাজর ও চাল মিশিয়ে ধীরে ধীরে নাড়তে হয়েছে।
৪. এরপর চিনি, এলাচ ও বাদাম যোগ করে তৈরি করা হয়েছে একটি ঘন, সুস্বাদু ফিরনি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: