দোয়া কবুলের মূল অত্র হচ্ছে আত্মবিশ্বাস
Автор: A.R IsLaMiC YoUtUbE
Загружено: 2025-09-01
Просмотров: 1155
Описание:
“দোয়া কবুলের মূল অত্র হচ্ছে আত্মবিশ্বাস” — এর তাৎপর্য কুরআন ও হাদীসের আলোকে ব্যাখ্যা করা যায় এভাবে:
✨ তাৎপর্য
আল্লাহর প্রতি পূর্ণ ভরসা
দোয়া করার সময় মুমিন বান্দার মনে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে,
আল্লাহ অবশ্যই আমার দোয়া শুনছেন এবং তা কবুল করবেন।
হাদীসে এসেছে:
“তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে, তিনি অবশ্যই কবুল করবেন। জেনে রাখ, আল্লাহ এমন দোয়া কবুল করেন না, যা অমনোযোগী ও উদাসীন হৃদয় থেকে আসে।”
(সুনান তিরমিজি, হাদীস ৩৪৭৯)
আত্মবিশ্বাস মানে আশা না হারানো
দোয়া করার পরপরই যদি কেউ ভাবে — “হয়তো আল্লাহ কবুল করবেন না” — তাহলে তার দোয়ার আসল জোর নষ্ট হয়ে যায়।
আত্মবিশ্বাস মানে হলো, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা এবং তিনি বান্দাকে নিরাশ করেন না।
কুরআনের নির্দেশ
আল্লাহ তায়ালা বলেন:
“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”
(সুরা গাফির ৪০:৬০)
এখানে স্পষ্ট প্রতিশ্রুতি আছে, কিন্তু শর্ত হলো বান্দা যেন বিশ্বাস নিয়ে দোয়া করে।
আধ্যাত্মিক শিক্ষা
আত্মবিশ্বাস ছাড়া দোয়া শুধু মুখের কথা হয়ে যায়।
আত্মবিশ্বাস দোয়াকে হৃদয়ের গভীর থেকে বের করে আনে, আর সেই আন্তরিক দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন।
🌺 সারসংক্ষেপ
দোয়া কবুলের মূল অত্র হচ্ছে আত্মবিশ্বাস — এর অর্থ হলো, আল্লাহর রহমত ও ক্ষমতার উপর অটল আস্থা রেখে দোয়া করা। যখন বান্দা মনে দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন, তখন সেই দোয়া আল্লাহর দরবারে অধিক গ্রহণযোগ্য হয়।
দোয়া কবুলের মূল অত্র আত্মবিশ্বাস | দোয়া কবুল হওয়ার রহস্য | Islamic Reminder
#দোয়া #আল্লাহ #ইসলামিকভিডিও #ইমান #দোয়াকবুল #ইসলামিকরিমাইন্ডার #আত্মবিশ্বাস #ইসলামিকউক্তি #আরইসলামিকইউটিউব #কুরআন #হাদিস #তাওহীদ #মুমিন #ইসলামিকশিক্ষা #বাংলাআলাপ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: