অবৈধ অভিবাসী নিয়ে যা বললেন ট্রাম্প | Trump | Illegal Immigrants | Border Control |
Автор: IBTV Digital
Загружено: 2025-05-02
Просмотров: 49
Описание:
অবৈধ অভিবাসী নিয়ে যা বললেন ট্রাম্প | Trump | Illegal Immigrants | Border Control | @IBTVUSA
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শরণার্থী গণ বিতাড়নে বাধা দিচ্ছে আদালত। অথচও এই বিষয়ে জনগণের রায় নিয়েই ক্ষমতায় এসেছেন তিনি। ট্রাম্প জানান, অভিবাসী বিতাড়নে বিচারকরা বারবার যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বলছেন। টাসকালুসায় ইউনিভার্সিটি অব অ্যালাবামার সমাবর্তনে ট্রাম্প বলেন, অভিবাসী বিতাড়নে বিচারকরা বারবার যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বলছেন। তিনি প্রশ্ন করেন, যারা দেশে অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ সম্ভব? শিক্ষার্থীদের উদ্দেশে ট্রাম্প বলেন, ট্রান্সজেন্ডাররা যাতে নারী ক্রীড়ায় অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিয়েছেন তিনি। এছাড়াও দাবি করেন, গত একশো দিনে বিস্ময়কর অর্জন করেছেন তাঁর প্রশাসন। প্রেসিডেন্ট বলেন, পাল্টা শুল্ক আরোপ করে বাণিজ্যে ন্যায্য হিস্যা আদায়ের উদ্যোগ নিয়েছেন তিনি। যা অ্যামেরিকার জন্য সোনালি দিন বয়ে নিয়ে আসবে। তিনি প্রশ্ন করেন, যারা দেশে অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ সম্ভব? ট্রাম্প জানান, তিনি বুঝতে পারছেন না বিচারকরা কেনো তাঁর নির্বাচনি ম্যান্ডেটের বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন,জীবনের লক্ষ্য সুনিশ্চিত হলে কেউ কখনো হারিয়ে যায় না। পৌঁছে যায় গন্তব্যে। দেশে সাংবাদিকতার অবস্থা অত্যন্ত নাজকু উল্লেখ করে, এই ক্ষেত্রে তাদের এগিয়ে আসার আহ্বান জানান ট্রাম্প। বলেন, স্বাধীন এবং স্বচ্ছ গণমাধ্যম একটি দেশের জন্য অপরিহারয। কেননা সাংবাদিকরা প্রতিটি ক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে কাজ করে সবার জন্য জবাবদিহিতা তৈরি করে।
#TrumpOnImmigration #IllegalImmigrants
#USImmigrationPolicy #BorderControl
যা কিছু চাই, সব একই পর্দায়
Connect with the iBTV USA:
Website: https://www.ibtvusa.com
YouTube: / ibtvusa
Facebook: / ibtv.usa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: