Mudaliar Commission-MCQ(PART-2)12 Education Sem.3(মুদালিয়ার কমিশন-MCQ)
Автор: EduCreative
Загружено: 2025-07-29
Просмотров: 378
Описание:
মুদালিয়র কমিশন বিষয়বস্তু ভিডিও লিংক ---
• # মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53(Mudaliar C...
মুদালিয়র কমিশন MCQ Part -1 ভিডিও লিংক --
• Mudaliar Commission-MCQ(Part-1)#12 Educati...
১৯৫২ সালে ভারত সরকার ‘মাধ্যমিক শিক্ষার উন্নতির উদ্দেশ্যে’ একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে, যার সভাপতিত্বে ছিলেন ডঃ লক্ষ্মণস্বামী মুদালিয়ার। এটি “মাধ্যমিক শিক্ষার জন্য ভারতের কমিশন” (Secondary Education Commission) নামে পরিচিত। কমিশনের মূল লক্ষ্য ছিল স্বাধীনোত্তর ভারতের চাহিদা অনুযায়ী কর্মমুখী, বাস্তবসম্মত ও চরিত্রগঠনে সহায়ক মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষাকে সপ্তম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পাঁচ বছরের জন্য নির্ধারণ করা হয়। সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, কারিগরি, শিল্প ও বাণিজ্য সম্পর্কিত বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশ, সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ, এবং কর্মসংস্থানের উপযোগী দক্ষতা গঠনের উপর জোর দেওয়া হয়। কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমে সাধারণ শিক্ষা, নৈতিক শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন গঠন ও শিক্ষক শিক্ষার মানোন্নয়ন। মুদালিয়ার রিপোর্ট ভারতের শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে গণ্য হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: