আজ রাত ২৭শে কদর কষ্টকরে ৩ বার পড়ুন । গুনাহ মাফ হবে । টাকা শুধু আসতেই থাকবে । মনের আশা পূরণ হবে Amol
Автор: Dini Amol
Загружено: 2023-04-18
Просмотров: 2138
Описание:
আজ রাত ২৭শে কদর কষ্টকরে ৩ বার পড়ুন । গুনাহ মাফ হবে । টাকা শুধু আসতেই থাকবে । মনের আশা পূরণ হবে #dini_amol
শবে কদরের ফজিলত ও বিশেষ দোয়াঃ
পবিত্র কোরআন নাজিল হয় লাইলাতুল কদরে। এ কারণেই রাতটির এত বড় মর্যাদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে।’ (সুরা দুখান: ৩)
লাইলাতুল কদরের বিশেষ দোয়া-
উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’
কদর রাতে মনের আশা পূরণের আমল ও দোয়াঃ
হজরত আবদুল্লাহ ইবনু বুরাইদাহ আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু তাঁর বাবা থেকে বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন-
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।’
বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে) তখন বললেন-
‘সেই মহান সত্তার শপথ! যাঁর হাতে আমার জীবন! নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের (ইসমে আজম) অসিলায় তার কাছে প্রার্থনা করেছে; যে নামের অসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের অসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন।’ (তিরমিজি, ইবনে মাজাহ)
ধনী হওয়ার আমল ও দোয়াঃ
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণিত হাদিস থেকে জানা যায়, প্রিয়নবী স. এরকম একটি দোয়া পড়তেন, যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে। দোয়াটি হলো—
বাংলা উচ্চারণ- ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা; ওয়াত তুক্বা; ওয়াল আফাফা; ওয়াল গেনা’।
বাংলা অর্থ- হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। (মুসলিম: ২৭২১)
মহান আল্লাহ্ আমাদের সকলকে এই রাতে বেশি বেশি ইবাদত করার তাওফিক দিন । আমিন ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: