How to Add a Domain with Hosting | কিভাবে ডোমেইনের সাথে হোস্টিং অ্যাড করবেন
Автор: Tech Master Ariful
Загружено: 2020-02-22
Просмотров: 23133
Описание:
স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টপ লেভেলের ডোমেইন এর সাথে আপনার হোস্টিং কে সংযুক্ত করবেন। এটি খুবই সহজ একটি কাজ কিন্তু না জানার কারণে অনেকের কাছেই এটি খুবই কঠিন মনে হয়। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনারা খুব সহজেই যে কোন ডোমেইন কে হোস্টিং সার্ভারের সাথে সংযুক্ত করতে পারবেন। আমার নিজের কেনা একটি ডোমেইন কে একটি হোস্টিং সার্ভারের সাথে সংযুক্ত করে আমি এই ভিডিও টিউটোরিয়ালে প্র্যাকটিক্যালি সবকিছু দেখিয়েছি। বন্ধুরা একটি ডোমেইন কে হোস্টিং সার্ভারের সংযুক্ত করতে হয় মূলত নেম সার্ভার এর মাধ্যমে। এই নেম সার্ভার টি আপনি যে হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকে হোস্টিং কিনবেন সেই আপনাকে দিয়ে দিবে। এছাড়াও হোস্টিং প্রোভাইডার আপনাকে অন্যান্য প্রয়োজনীয় সকল হোস্টিং ইনফরমেশন দিবে। হোস্টিং প্রোভাইডার আপনাকে অবশ্যই দুইটি নেম সার্ভার এর এড্রেস দিবে।
এই নেম সার্ভার দুইটির একটি কপি করে আপনি সরাসরি চলে যাবেন আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে। এই ডোমেইন কন্ট্রোল প্যানেলের ডিজাইন বিভিন্ন ডোমেইন হোস্টিং প্রোভাইডারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি মূলত আপনাদেরকে নেমচিপ এর ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকে এই কাজটি করে দেখিয়েছে। নেম চিপ এর ডোমেইন কন্ট্রোল প্যানেলটি খুবই সহজ। যা আপনারা একবার দেখলেই খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনি যদি গোড্যাডি অথবা হোস্টগেটর থেকে ডোমেইন কিনে থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের ডোমেইন কন্ট্রোল প্যানেল এ যেতে হবে এবং নেম সার্ভার টি সঠিক স্থানে বসিয়ে দিতে হবে। এভাবে দ্বিতীয় নেম সার্ভার টিও আপনাকে উপযুক্ত স্থানে বসাতে হবে। নেমসার্ভারটি সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনাকে এটি সেভ করতে হবে। সেভ করার পর নেম সার্ভারটি আপডেট হতে বেশ কিছু সময় লাগতে পারে। আপনার নেম সার্ভার টি সঠিকভাবে আপডেট হয়েছে কিনা তা দেখার জন্য বিভিন্ন ধরনের নেম সার্ভার চেকিং সাইট ব্যবহার করতে পারেন।
এভাবে বন্ধুরা নেম সার্ভার এর মাধ্যমে খুব সহজেই যে কোন ডোমেইন কে যেকোন হোস্টিং এর সাথে সংযুক্ত করা যায়। সম্পূর্ণ কাজটি কিন্তু খুবই সহজ। না জানার কারণে আমাদের কাছে এটি কঠিন মনে হয়ে থাকে। এখানে আসলে নেম সার্ভার টি কোথায় বসাতে হবে সেটি খুঁজে বের করাই একটু কঠিন কাজ। কারণ একেক প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটি একেক রকম হয়ে থাকে। মূলত বিভিন্ন ধরনের প্লাটফর্ম এর লে আউট এর ডিজাইন বিভিন্ন রকম হবার কারণেই এই সমস্যাটি হয়ে থাকে। আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু আপনারা এ কাজটি খুব সহজেই করতে পারেন। যেমন আপনি যদি গোড্যাডি প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি সরাসরি গুগলে যে সার্চ করতে পারেন How to connect GoDaddy Domain with Hosting. আর আপনি যদি অন্য কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নাম দিয়ে সার্চ করতে হবে। তাহলে আপনি উক্ত প্ল্যাটফর্মের ডোমেইন কে কিভাবে হোস্টিং এর সাথে সংযুক্ত করতে হয়, নেম সার্ভার টি কোথায় বসাতে হয় তার স্টেপ বাই স্টেপ টিপস পেয়ে যাবেন। এভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারেন।
Stay Connected with Us On-
----------------------------------------------------------------------
Website- www.TechMasterAriful.com
Facebook- www.facebook.com/techmasterariful
Instagram- www.instagram.com/techmasterariful
Twitter- www.twitter.com/enggariful
Pinterest- www.pinterest.com/ariful1971/
Behance- www.behance.net/ariful8965799
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: