বিশ্বের সবচেয়ে রহস্যময় বই ll world's most dengerous and mysterious book
Автор: জানা যাক
Загружено: 2022-03-30
Просмотров: 34
Описание:
এটি একটি ছোট্ট প্রচেষ্টা আসা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে এমন একটি বই এর কথা বলা হয়েছে যা , সমাজে থাকা ধার্মিক বইগুলির ঠিক উল্টো,
যা সম্পূর্ণ রহস্যে ভরা। ইহা কোডেক্স জিগাস বা ( Devil's Bible ) নামেও পরিচিত।
আরো জানুন -
কোডেক্স জিগাস (লাতিন: Codex Gigas; বাংলা: দৈত্যাকার গ্রন্থ) হল বিশ্বের বৃহত্তম অদ্যাপি বিদ্যমান মধ্যযুগীয় অলংকৃত পাণ্ডুলিপি। এটির দৈর্ঘ্য ৯২ সেমি (৩৬ ইঞ্চি)।[১] এই পাণ্ডুলিপিটিতে প্রথাবিরুদ্ধভাবে দিয়াবলের একটি পূর্ণ-পৃষ্ঠা প্রতিকৃতি এবং তার সৃষ্টি-সংক্রান্ত কিংবদন্তিগুলির উল্লেখ থাকায়, এটি দিয়াবলের বাইবেল (ইংরেজি: Devil's Bible) নামেও পরিচিত।
খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে বোহেমিয়ার বেনেডিকটাইন পোডলাজাইস মঠে (অঞ্চলটি বর্তমানে চেক প্রজাতন্ত্রের অন্তর্গত) এই পাণ্ডুলিপিটি লিখিত হয়েছিল। সমগ্র ভালগেট বাইবেল এবং সেই সঙ্গে অন্যান্য কয়েকটি জনপ্রিয় গ্রন্থ এই পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত। সব ক’টিই লাতিন ভাষায় রচিত। পুরাতন ও নূতন নিয়মের মধ্যে একটি অংশে অন্যান্য জনপ্রিয় মধ্যযুগীয় সহায়ক গ্রন্থগুলি অন্তর্ভুক্ত হয়েছে: জোসেফাসের ইহুদি পুরাতত্ত্ব ও ইহুদি যুদ্ধ, সেভিলের ইসিডোর রচিত বিশ্বকোষ এটিমোলোজিয়া, প্রাগের কসমাস রচিত ক্রনিকা,[২] এবং চিকিৎসাশাস্ত্র-সংক্রান্ত গ্রন্থাবলি; এগুলি হল আর্স মেডিসিনা সনদ-সংকলনের একটি আদি পাঠ এবং কনস্টানটাইন দ্য আফ্রিকান রচিত দু’টি গ্রন্থ।[৩]
ঘটনাচক্রে পাণ্ডুলিপিটি স্থান পেয়েছিল প্রাগে দ্বিতীয় রুডলফের সাম্রাজ্যিক গ্রন্থাগারে। ১৬৪৮ সালে সুইডিশরা ত্রিশ বছরের যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য হিসাবে সমগ্র সংকলনটি স্বদেশে নিয়ে যায়। বর্তমানে পাণ্ডুলিপিটি সংরক্ষিত রয়েছে স্টকহোমে অবস্থিত সুইডেনের জাতীয় গ্রন্থাগারে। সেখানে এটি জনসাধারণের দর্শনার্থে প্রদর্শিত হয়।[৪]
অতিবৃহদাকার অলংকৃত বাইবেলসমূহ রোমানেস্ক মঠ গ্রন্থ প্রকাশনার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য।[৫] কিন্তু সেই ধরনের বইগুলির মধ্যেও কোডেক্স জিগাসের পৃষ্ঠার আকার ব্যতিক্রমী ধরনের।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: