নির্বাচনে খরচের জন্য নেতাকে ১০ লক্ষ টাকার চেক দিলো কর্মী
Автор: Akhonsongbad24
Загружено: 2025-10-26
Просмотров: 6
Описание:
নির্বাচনে খরচের জন্য নেতাকে ১০ লক্ষ টাকার চেক দিলো কর্মী।।।
বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ছিল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী এলাকায় দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা। এক পর্যায়ে কর্মীরা তাকে টাকার ফুল ও মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন এক কর্মী ওই নেতাকে নির্বাচনের খরচের জন্য দশ লাখ টাকার একটি চেক তুলে দেন।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। ৩১ দফার প্রচারণার ঘোষণা থাকলেও এটি ছিল মূলত কামরুজ্জামানের নির্বাচনী সমাবেশ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।
একবার ভাবুনতো, এই কর্মী নেতাকে যে ১০ লক্ষ টাকা দিলো সেটা সে কোথায় পাইলো? তার ইনকাম কি? বাপের সম্পতি বেইচা আনছে? নারে পাগলা - ওই টাকা আপনার আমার ঘাম ঝড়ানো টাকা। খালি দেখতে থাকেন উসূল কেমনে করে... #news #videos #foryou
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: