SIR Hearing Documents /SECC/ICDS Register /Ration Card Self Update /শুনানি সরলিকরণ/ERO Ok Button
Автор: Anupom For You
Загружено: 2026-01-18
Просмотров: 8617
Описание:
এস আই আর হিয়ারিংয়ে যে কঠোর নিয়মে শুনানি হচ্ছিল সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির এবং ছয় জন ই সমস্যা যাদের এসেছে তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনা হয়েছে। এছাড়াও খুব সরল কিছু ডকুমেন্ট যেমন আপনার রেশন কার্ড আধার কার্ড এসইসিসি আইসিডিএস রেজিস্টার কে আপনি নথি হিসেবে দেখাতে পারবেন। এছাড়াও অনেকগুলো আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আপনার শুনানি সফল হবে যদি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখেন।🙏🙏
যাঁদের হিয়ারিং নোটিশ আসবে তাঁরা কি করবেন?🙏🙏
𝐋𝐨𝐠𝐢𝐜𝐚𝐥 𝐃𝐢𝐬𝐜𝐫𝐞𝐩𝐚𝐧𝐜𝐢𝐞𝐬 এর জন্য নোটিশ আসলে 𝐁𝐋𝐎 আপনাদের কাছে নোটিশ পৌঁছে দেবে। তবে অলরেডি 𝐁𝐋𝐎 দের অ্যাপে নাম চলে এসেছে।
আপনি 𝐞𝐜𝐢 এর অফিসিয়াল সাইটে গিয়ে 𝐄𝐩𝐢𝐜 𝐧𝐨. দিয়ে 𝐒𝐞𝐚𝐫𝐜𝐡 করেও দেখে দেখে নিতে পারেন এসেছে কিনা।
যাঁদের 𝐋𝐨𝐠𝐢𝐜𝐚𝐥 করার একটি অপশন দেওয়া হয়েছে।𝐃𝐢𝐬𝐜𝐫𝐞𝐩𝐚𝐧𝐜𝐢𝐞𝐬 এর জন্য নোটিশ এসেছে তাঁরা এখন ভোটার পোর্টালে গিয়ে ডকুমেন্টে আপলোড করতে পারবেন। কারণ এখন 𝐋𝐃 এর ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড
যেসব নাগরিক নোটিস পেয়েছেন, তারা নিজে থেকেই ওই পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
এরপর হিয়ারিং এর জন্য আপনি নির্দিষ্ট ডকুমেন্টগুলো রেডি করবেন। যদি থাকে তাহলে নীচের ডকুমেন্টগুলোর মধ্যে যেগুলো আপনার কাছে আছে, সেগুলো নিয়ে যাবেন।
নথিগুলির একটি সংক্ষিপ্ত তালিকা (সামগ্রিক নয়) (নিজস্ব, পিতা এবং মাতার জন্য পৃথক স্ব-প্রত্যয়িত নথি জমা দিতে হবে, যদি উপরে উল্লেখ করা হয়):
১. যেকোনো পরিচয়পত্র/ পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ রাষ্ট্রায়ত্ত সংস্থার যেকোনো নিয়মিত কর্মী/ পেনশনপ্রাপককে দেওয়া হযেছে।
২. যে কোনো পরিচয়পত্র/ শংসাপত্র/ নথি যেটি ০১/০৭/১৯৮৭ এই তারিখের পূর্বে সরকার/ স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাংক/ ডাকঘর/ ভারতীয় জীবনবিমা নিগম/রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত।
৩. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র।
৪. পাসপোর্ট।
৫. স্বীকৃত পর্ষদ/ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন/ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৬. রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
৭. বনভূমি অধিকার শংসাপত্র।
৮. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়/ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র।
৯. নাগরিকদের জাতীয় রেজিস্টার (যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে)।
১০. রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার।
১১. কোনো জমি/ বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র।
১২. আধারের জন্য কমিশনের ০৯.০৯.২০২৫ তারিখের নির্দেশ নং ২৩/২০২৫-ই আর এস/ভল.২ প্রযোজ্য হবে।
১৩. ০১.০৭.২০২৫ অনুযায়ী বিহারের এস.আই.আর এর নির্বাচক তালিকার নির্যাস।
এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলির জন্য চা বাগান ও সিংকনা বাগানের রেকর্ডকে নথি হিসেবে গ্রহণ করার প্রস্তাবে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই বলে জানা গেছে।
আরও কোন কোন কাগজগুলো সঙ্গে নিয়ে যাবেন, আপনার 𝐁𝐋𝐎 এর সঙ্গে কথা বলে নেবেন।
আসলে অযথা হয়রানিতে 𝐁𝐋𝐎 থেকে শুরু করে সাধারণ মানুষ সবার রাতের ঘুম উড়ে গেছে। ঘুমাচ্ছেন শুধু কমিশনের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তা, যাঁরা ফিল্ডের সমস্যাগুলো না বুঝে এসি ঘরে বসে মাথামুন্ডহীন নিয়ম বানাচ্ছেন।
এই সাঁড়াশি চাপ সহ্য করতে না পেরে কত 𝐁𝐋𝐎 এর প্রা' ণ গেলো, কত মানুষ ম' রলো।
তবুও এখন আবার 𝐋𝐨𝐠𝐢𝐜𝐚𝐥 𝐃𝐢𝐬𝐜𝐫𝐞𝐩𝐚𝐧𝐜𝐢𝐞𝐬 এর মতো অযৌক্তিক বিষয় এনে মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। কিছুই বলার নাই। ঈশ্বর ঊর্ধতন কর্মকর্তাদের বোঝার শক্তি দিক, তাঁদের সঠিক কর্মপদ্ধতি নির্বাচন করার শক্তি দিক।
.
.
.
.
@highlight #highlights #followersreels #post #fbpost #highlightseveryone #highlights2025 #followme #follower #highlighteveryone #fv #highlight #everyonehighlights #everyone #fb #everyonefollowers #highlights
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: