চা শ্রমিকের কান্না - Tea worker Life | অগোচর দৃশ্য | মায়াজাল | কি কেনো কিভাবে
Автор: অগোচর দৃশ্য
Загружено: 2022-09-06
Просмотров: 20
Описание:
চা শ্রমিকের কান্না। অগোচর দৃশ্য। মায়াজাল। কি কেন কিভাবে
#Tea_worker
#Tea_labour
#মায়াজাল
#অদ্ভুত
#রোমাঞ্চকর
#কি_কেন_কিভাবে
বলাই যায় সেখানে নামমাএ মজুরিতে শ্রমিকরা কাজ করে। তাদের পরিবারসহ সাড়ে সাত লাখ মানুষের ভবিষ্যত জড়িয়ে আছে। বছর শেষে দেশে ৮তেকে ৯কোঠি কেজি চা উৎপাদন হয়।বিশ্বের উৎপাদিত চায়ের ৩% তৈরি হয় দেশে।এক জরিপে দেখা যায় ২০২১ সালের বাজার উৎপাদিত চায়ের বাজার মূল্য প্রায় ৩হাজার কোটি টাক,সেখান থেকে ১% ও চা শ্রমিকের জীবন যাএার মান উন্নয়নে ব্যায় করা হলে তাদের সমস্যার সমাধান হয়ে যেতে বলে বিশ্লেসগ্গরা মনে করেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের চা শ্রমিকদের মজুরি বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতে একজন চা শ্রমিকের মজুরি রাজ্যভেদে প্রতিদিন ২০০ থেকে ৪০০ রুপি পর্যন্ত দেয়া হয়ে থাকে। শ্রীলঙ্কায় ৩৫০ রুপি পান একজন চা শ্রমিক।এমনকি নেপােনর শ্রমিক রাও বাংলাদেশের তুলনায় অনেকটা বেশি মজুরি পেয়ে থাকেন। বাগান মালিকের দাবি ১২০টাকা মজুরি ছাড়াও তারা আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকেন। ২কেজি টাকা দরে সাড়ে তিন কেজি আটা প্রতি সপ্তাহে দেয়া হয়।বাগানে থাকার জায়গা সহ দেয়া হয় চা ও শিক্ষা চিকিৎসা সুবিধা। বাগান মালিকদের দাবি সবকিছু মিলিয়ে তাদের বেতন দৈনিক ৪০০টাকার বেশি আসে। বাগান শ্রম আইন অনুযায়ী এইসব শ্রমিকের বেতন ধরা যায়না,তাই মালিকদের এসব যুক্তি ভিত্তিহীন বলে মনে করেন চা শ্রমিকেরা।এরচেয়েও বড় বিষয় হলো সব শ্রমিকেরা ১২০ টাকা মজুরিও পান না,কেননা বাগানে স্বায়ী ও অস্থায়ী দুটি ভাগ রয়েছে । Abc তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয় স্হায়ী শ্রমিকদের মধো হতে। ১২০ টাকা মজুরি শুধুমাত্র A শ্রেনীর শ্রমিকরা পান,বি ও সি শ্রেণির শ্রমিকদের মজুরি আরো কম
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: