জকিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ মাছের খেলা
Автор: desh TV BH
Загружено: 2022-06-23
Просмотров: 348
Описание:
জকিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ
❣️ কয়েক দিন ধরে প্রবল বর্ষণ কিছুটা কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। ফলে কমছে না কুশিয়ার নদীর পানি। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। লোকালয়ের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে সিলেটের জকিগঞ্জে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। গ্রামীণ সড়কের পাশাপাশি তলিয়ে গেছে সবকটি প্রধান সড়ক।
ইতোমধ্যে জকিগঞ্জে ৪৬ বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে ৮৮৫ পরিবার আশ্রয় নিয়েছে। জকিগঞ্জে কুশিয়ারা নদীর বড়চালিয়া, আমলসীদ, পিল্লাকান্দি, রারাই, মানিকপুর, লোহারমহল, সুপ্রাকান্দি, গড়রগ্রাম, পীরনগর, লাফাকোনা ও সুরমা নদীর মুন্সিবাজার, রঘুরচক, আটগ্রাম, বড়বন্দ, শরীফাবাদ, পরচক, বারকুলিরচক, উত্তর খিলোগ্রামসহ ৪০ স্থানে সুরমা-কুশিয়ারার বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে।
স্থানীয়রা শতাধিক স্থানে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলার প্রায় ৭০ ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভয়াবহ বন্যার কবলে পড়েছে জকিগঞ্জের মানুষ। দেখা দিয়েছে চরম গো-খাদ্যের সংকট।
জকিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: