বাবা, তোমাকে ভালোবাসি | কবি শেখ মোহাম্মদ হাসানূর কবীর | আবৃত্তি: মাহিদুল ইসলাম
Автор: Golpo Kothok
Загружено: 2021-01-14
Просмотров: 288
Описание:
Poem dedicated to International Father's Day, 2021.
কবি ও কথাসাহিত্যিক শেখ মোহাম্মদ হাসানূর কবীর রচিত ‘বাবা, তোমাকে ভালোবাসি’ একটি অনন্ত পিতৃ-প্রেমের কবিতা । আবৃত্তি করেছেন প্রখ্যাত আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি। কবিতাটিতে কবির প্রয়াত পিতার প্রতি গভীর অনুরাগ ব্যক্ত হয়েছে । পাশাপাশি কবিতাটিতে ফুটে ওঠেছে শাশ্বত অপত্যস্নেহের হাহাকার । কবিতাটির মধ্যদিয়ে কবি মা-বাবার প্রতি উদাসীন মানুষদের বোধের জাগরণ ঘটানোর যে চেষ্টা করেছেন, তা কবিতাটিকে অধিষ্ঠিত করেছে অনন্য মর্যাদায়।
কবি পরিচিতি:
কবি ও কথাসাহিত্যিক শেখ মোহাম্মদ হাসানূর কবীর ১৫ অক্টোবর, ১৯৭৬ সালে বাংলাদেশের টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার কুশারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ ইয়াদ আলী মিয়া ও মা আনোয়ারা বেগম। বাবা ছিলেন সরকারি চাকুরে। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে জামালপুর জেলা শহরে। তিনি ১৯৯১ সালে জামালপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৩ সালে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি ও ১৯৯৮ সালে টাংগাইলের সরকারী সা’দত কলেজ থেকে স্নাতক এবং একই কলেজ থেকে ১৯৯৯ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি এক কন্যা সন্তানের জনক। টাংগাইলের গোপালপুর উপজেলাস্থ গোপালপুর কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু। বর্তমানে তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাঁর লেখা গ্রন্থগুলো হলো: অন্তহীন উদ্বাস্তু (কাব্যগ্রন্থ), কৃষ্ণতিথি (গল্পগ্রন্থ), গহনে নোঙর (উপন্যাস) ইত্যাদি।
Facebook: / ferari.pakhi99
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: