বাঙালিকে সমস্যা ফেলতেই কি SIR ? নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন তুললেন শতাব্দী রায়।
Автор: DESH BHABNA TV দেশ ভাবনা TV
Загружено: 2025-11-28
Просмотров: 5
Описание:
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সাংসদ–প্রতিনিধি দল। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তারা কমিশনের #SIR (Summary Intensive Revision) প্রয়োগকে পরিকল্পনাহীন ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করে। অভিযোগ, কেবল পশ্চিমবঙ্গেই এ প্রক্রিয়া চালু করে কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যকে টার্গেট করছে।
@DESHBHABNATV
প্রতিনিধি দল পাঁচটি প্রশ্ন তোলে—কেন শুধু পশ্চিমবঙ্গে SIR, সন্দেহভাজন ভোটারদের ভোটে গঠিত পূর্ববর্তী সরকার তবে কি অবৈধ, SIR–এর চাপে সাধারণ মানুষ ও BLO–দের মৃত্যুর দায় নেবে কে, বাংলা সহায়তা কেন্দ্রের দক্ষ কর্মীদের কাজে লাগাতে আপত্তি কেন, এবং বিজেপি নেতাদের ‘১ কোটি নাম বাদ’ মন্তব্যের তথ্য আগেই কীভাবে এল। তাঁদের দাবি, কোনও প্রশ্নেরই স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন কমিশন।
@Google
Link : • বাঙালিকে সমস্যা ফেলতেই কি SIR ? নির্বাচন ...
তৃণমূল সাংসদদের অভিযোগ, প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, সমন্বয় নেই, বরং অযথা ভীতি ও প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে। প্রতিনিধি দল সতর্ক করে জানায়—কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে ভোট প্রক্রিয়া এবং গণতান্ত্রিক কাঠামো দু’টিই সংকটে পড়বে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: