যে যুদ্ধে ১০০০ ফেরেশতা মুসলমানদের সাহায্য করেছেন | Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-03-18
Просмотров: 719
Описание:
#বদর_প্রান্তর #বদর_যুদ্ধ
এক হাজার ফেরেশতা দিয়ে মহান আল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের সাহায্য করেছেন। প্রায় ১৪০০ বছর আগে আজকের এই দিনে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে যুগান্তকারী এই যুদ্ধ। যাকে মহান আল্লাহ ‘ইয়াওমুল ফুরকান’ বা ‘সিদ্ধান্তের দিন’ হিসেবে উল্লেখ
ইতিহাসের পাতায় ১৭ রমজান এক অবিস্মরণীয় দিন, এই দিনে মুসলমানদের ভাগ্য নির্ধারিত হয়েছিল। বদর যুদ্ধ ছিল সত্য-মিথ্যার চূড়ান্ত পরীক্ষা, ঈমান ও কুফরের মধ্যকার প্রথম মুখোমুখি সংঘর্ষ। এ যুদ্ধের মাধ্যমে আল্লাহ তায়ালা প্রিয়নবী মুহাম্মাদ (সা)-এর অনুসারীদের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। আর এ মহান বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস ও ঈমানকে মজবুত করে তোলে।
হিজরতের দ্বিতীয় বর্ষ, ১৭ রমজান। মুসলমানদের নবগঠিত রাষ্ট্র মদীনা তখনো ছিল অস্থিতিশীল। মক্কার কুরাইশরা মুসলমানদের নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল, মদীনা ইসলামের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে, যা তাদের জন্য হুমকি। হিজরতের পরও কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের সম্পদ লুট, তাদের ওপর অমানবিক অত্যাচার অব্যাহত রেখেছিল।
কুরাইশদের নেতা আবু সুফিয়ান একটি বিশাল ব্যবসায়িক কাফেলা পরিচালনা করে সিরিয়া থেকে প্রচুর সম্পদ নিয়ে ফিরছিলেন। কুরাইশদের দুর্বল করতে ও মুসলমানদের প্রতি তাদের দমননীতি বন্ধ করায় বাধ্য করতে মহানবী সা. এই কাফেলা আটকে দেওয়ার পরিকল্পনা করেন। আবু সুফিয়ান এই পরিকল্পনা আঁচ করতে পেরে মক্কায় খবর পাঠিয়ে এক হাজার সৈন্যের বিশাল বাহিনী প্রস্তুত করে মুসলমানদের নির্মূল করতে বদরের দিকে অগ্রসর হয়।
রাসুল (সা) -এর নেতৃত্বে মুসলিম বাহিনীও কুরাইশদের প্রতিরোধের প্রস্তুতি নিলেন। এই বাহিনীতে মোট ৩১৩ জন মুজাহিদ ছিলেন। তাদের যুদ্ধসজ্জা ছিল সীমিত। ফলে প্রতি দুই বা তিনজনের জন্য একটি উট ভাগ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মহানবী (সা.), আলি (রা) ও মারসাদ (রা.) পালাক্রমে একটি উট ব্যবহার করেছিলেন।
এই যুদ্ধে রাসূল (সা) হাতে তুলে নেন দোয়ার হাতিয়ার। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ! যদি আজ এই দলটি (মুসলিম বাহিনী) পরাজিত হয়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না! (মুসলিম, হাদিস: ১৭৬৩) এই দোয়ার পর আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। মহান আল্লাহ বলেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের দোয়া কবুল করেছিলেন, বলেছিলেন, আমি এক হাজার ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব, যারা পর্যায়ক্রমে আসবে। (সূরা আনফাল, আয়াত : ৯)
এরপর মুসলমানরা অদম্য সাহস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। যেখানে কুরাইশ নেতা আবু জাহেল-সহ কুরাইশ বাহিনীর ৭০ জন নিহত হয়। ৭০ জনকে বন্দি করা হয়। মুসলমানদের শহীদ হন মাত্র ১৪ জন। যা ছিল ইসলামের প্রতিষ্ঠা ও বিস্তারের জন্য এক মহান বিজয়।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: