৮০০ টাকাই একদিনে ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমণ | Dhaka to Chandpur Launch Tour | Akib Rahman
Автор: Akib Rahman
Загружено: 2022-07-29
Просмотров: 425
Описание:
#DhakatoChandpurLaunchTour #AkibRahman
৭০০ টাকাই একদিনে ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমণ | Dhaka to Chandpur Launch Tour | Akib Rahman.
Some footages collect from -
Albatross - / @albatross3988
অবশেসে দীর্ঘ ৩ ঘন্টা জার্নির পর আমার চলে আসলাম ইলিশের শহর চাঁদপুরে। আমরা এখন অবস্থান করছি চাদপুর লঞ্চ ঘাটে।
এখন আমরা অটোতে চেপে রউনা হবো চাদপুরের প্রানকেব্দ্র বা পর্যটন কেন্দ্র যেটাকে বলে বড় স্টেশন আবার অনেকে বলে তিন নদীর মোহনা। যেখানে আছে ইলিশের একটি মুর্তি এটা দেখার পর আপনার চাদপুরের ভাইব টা আরো বেড়ে যাবে। এবং নদীর তিরে ছোট ছোট নৌকা এই দৃশ্য আপনার মনকে আরো প্রফুল্যময় করে তুলবে মনে হবে কোন শিলপির আকা চিত্র দেখছেন। চার পাশের পরিবেশ এবং প্রকৃত খুবি অসাধারন যা আপনার দিনটাকে সৃতি ময় করে রাখতে যথেষ্ট।
ঢাকা থেকে চাঁদপুরের খরচ -
সদরঘাটে সকালের নাস্তা ডিম খিচুড়ি - ৬০ টাকা (পার হেড)
ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চের টিকিট - ১৫০ টাকা ( পার হেড)
লঞ্চের নাস্তা - ৩০ টাকা ( পার হেড)
চাঁদপুর ঘাট থেকে বড় স্টেশন অটো - ১০ টাকা (পার হেড)
বড় স্টেশন থেকে তওন নদীর মেহনা বা মিনিক্সবাজার ট্রলারে -১০০ টাকা ( পার হেড)
দুপরের খাবার ইলিশ + ভর্তা + ভাত + ডাল বেগুন ভাজি - ২৫০ টাকা ( পার হেড)
বড় স্টেশন থেকে চাঁদপুর ঘাট অটো - ১০ টাকা ( পার হেড)
ঘাটের ফি - ১০ টাকা ( পার হেড)
চাদপুর থেকে ঢাকা লঞ্চ ভাড়া - ১৫০ টাকা ( পার হেড)
লঞ্চে চা নাস্তা - ৩০ টাকা (পার হেড)
টোটাল - ৮০০ টাকা
এবার বলি চাঁদপুরের নামকরন কিভাবে করা হলো।
১৭৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনা আমলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনেল তৎকালীন বাংলার যে মানচিত্র অংকন করেছিলেন তাতে চাঁদপুর নামে এক জনপদ ছিল। তখন চাঁদপুরের দক্ষিণে নরসিংহপুর নামক স্থানে চাঁদপুরের অফিস-আদালত ছিল যা এখন নদী গর্ভে বিলিন । মেঘনা নদীর ভাঙ্গাগড়ার খেলায় এ এলাকা বর্তমানে বিলীন। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। ঐতিহাসিক জে.এম সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কথিত আছে, চাঁদপুরের পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দি
এ জেলাটি ৩টি নদীর (পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া) মিলনস্থলে অবস্থিত। চাঁদপুরে প্রচুর ইলিশ পাওয়া যায় এজন্য এ জেলাকে ইলিশের বাড়ি বলা হয়।
এবার বলি চাঁদপুরে আমার অভিজ্ঞতা এক কথায় ঢাকা থেকে ৩ ঘন্টা জার্নি করে চাঁদপুর এসে প্রকৃতির সাথে মিশে যেতে পেরেছি। বাংলাদেশ যে নদী মাতৃক দেশ এটা উপভোগ করতে পেরেছি। তাছারা লঙ্চ ট্রালার চাদপুরের ইলিশ এক কথাই খুব সুন্দর একটা দিন কেটেছে। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান ডিক্রিপশন বক্স দেখে বিস্তারিত জানতে পারবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: