গণভোট আগে, নির্বাচন নয়! জুলাই সনদের আইনি ভিত্তি না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৮ দলের | Jamaat
Автор: Telegraph Bangladesh
Загружено: 2025-11-11
Просмотров: 1990
Описание:
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ইসলামপন্থি আটদল। 'জুলাই সনদ'-কে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া না হলে সংসদ নির্বাচন হতে দেবেন না বলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ নেতারা।
পোল্টন সমাবেশ: মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) ঢাকার পল্টনে আয়োজিত এক সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ আট দলের শীর্ষনেতারা এই হুঁশিয়ারি দেন।
মূল দাবি: বক্তারা স্পষ্ট করে বলেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। তারা বিএনপির পক্ষ থেকে উত্থাপিত নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবিরও বিরোধিতা করেন।
বিশেষ খবর: অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যেতে পারে। আট দলের নেতারা সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন এবং দাবি মানা না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
ভিডিওতে যা থাকছে:
আট দলের ৫ দফা দাবির বিস্তারিত।
জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি।
জামায়াত আমির শফিকুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য।
চরমোনাই পীর ও মামুনুল হকের কঠোর হুঁশিয়ারি।
গণভোট ইস্যুতে দেশের রাজনীতিতে নতুন মোড়।
#জুলাইসনদ #জুলাইবিপ্লব #জামায়াত_গণভোট #জাতীয়_নির্বাচন #শফিকুর_রহমান #TelegraphBangladesh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: