Big Bang Theory & Origin of the Universe (Bangla) | বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস
Автор: The Beg
Загружено: 2018-08-27
Просмотров: 6359
Описание:
Big Bang Theory & The Origin of the Universe in Bangla.
বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস ।
Big Bang মানে মহাবিস্ফোরণ।
বিজ্ঞানীদের ধারণা মতে Big Bang বা মহাবিস্ফোরণ এর মাধ্যমেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী Gorge Lemaitre, 1927 সালে মহাবিশ্ব সৃষ্টির মহাবিস্ফোরণ কে বিগ ব্যাং নামে অভিহিত করেন। American জ্যোতির্বিজ্ঞানী Edwin Hubble, 1929 সালে পর্যবেক্ষণ করেন যে নক্ষত্র এবং ছায়াপথ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এরা শুধু পৃথিবী থেকে নয় নিজেরাও নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে । তিনি লক্ষ্য করেন যে, নক্ষত্রসমূহ আলো নিঃস্মরণ করেছে যা তাদের দূরত্ব অনুসারে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে লাল রঙে । পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী, ‘’ একটি বিন্দু অভিমুখে পরিচালিত আলো পরিবর্তিত হয় এবং যত দূরে সরে ততই লাল বর্ণের রূপান্তরিত হতে থাকে ।‘’ Hubble তারকা রাজি হতে নিঃস্মরণ আলোর মধ্যে লাল রঙের একটি প্রবণতা লক্ষ্য করেন। এ ঘটনাটি মহাবিশ্বের প্রতিনিয়ত বাড়তে থাকারই ইঙ্গিত করে। Big Bang এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয় এবং এরপর থেকে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। 1948 সালে জর্জ গ্যামো বিগ ব্যাং এর ধারণা উপস্থাপন করেন। এপ্রিল 1998 সালে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক সেমিনারে বিজ্ঞানী স্টিফেন হকিং মহাবিশ্বের উদ্ভব ও নিয়তি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এই তথ্যটির নাম দেওয়া হয়েছে Open Inflation Theory বা মুক্তি স্ফীতি তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে মহাবিশ্ব এক সময় প্রসারমান গলিত পদার্থের বিন্দু ছিল যা Primeval Atom বা Cosmic Egg নামে পরিচিত। Primeval Atom প্রসারিত হতে হতে এক সময় বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলে। এটি হল সেই সময় যখন একই সাথে স্থান, সময় এবং পদার্থের সৃষ্টি হয়েছিল। এটি আমাদের পার্থিব সময় হিসেবে 1500 কোটি বছর থেকে 1700 কোটি বছর পূর্বে সংঘটিত হয়েছে বলে মনে করা হয়। অধিকাংশ বিজ্ঞানী 1700 কোটি বছর পূর্বে সংঘটিত হয়েছিল বলে মনে করেন। তাই ধারণা করা হয় প্রায় 1700 কোটি বছর পূর্বে এক প্রচণ্ড বিস্ফোরণে মহাবিশ্বের জন্ম হয়। এরপর থেকে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে প্রতি মিনিটে 1 লাখ কোটি আলোকবর্ষ বেড়ে যাচ্ছে।
Big Bang Theory এর প্রবক্তা বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী Gorge Lemaitre (1927 সাল)
বিজ্ঞানী হাবল বলেন “মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে।“ (1929 সাল)
Big Bang Theory এর ব্যাখ্যা উপস্থাপন করেন বিজ্ঞানী Stephen Hawking (1998 সাল)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: