Dim Pahar, Thanchi, Bandarban || ডিম পাহাড়, থানচি, বান্দরবান || Travel BD ||
Автор: Travel BD
Загружено: 2022-09-06
Просмотров: 57
Описание:
অপরূপ অনেক সুন্দর জায়গার নাম বান্দরবান। বাংলাদেশে পাহাড়ে তিনটা জেলা বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি এই তিনটি জেলাকে আমরা পার্বত্য অঞ্চলে জানি বা চিনি। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জেলা মূলত পাহাড়ী জেলা উচু নিচু অসংখ্য পাহাড় আছে এই তিনটি জেলাতে তার মধ্যে বান্দরবান জেলার থানচি উপজেলার পাহাড়কে সর্বোচ্চ পাহাড় বলা হয়। আমার সৌভাগ্য হয়েছে তিনটি জেলা ঘুরে দেখার। গতকাল গিয়েছিলাম বান্দরবান জেলার থানচি উপজেলার ডিমপাহাড় আলীকদম লামা নীলগিরি এ সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বড় বড় উঁচু পাহাড় দেখতে আর বলা হয়নি তমা তুঙ্গী তেও গিয়েছিলাম। তমা তুঙ্গী থেকে আপনি ডিম পার ভিউ কেউ কারো এবং তাজিংডং পাহাড় দেখতে পারবেন।
ডিম পাহাড়! নামটা শুনেই হয়তো ভ্রু কুঁচকেছেন। ডিমের মতো দেখতে কোন পাহাড় আবার হয় নাকি! হ্যাঁ, হয়। বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত এই পাহাড়টি দেখতে অনেকটা ডিমের মতো। আর এই কারণেই এর নাম ডিম পাহাড়।
কিছু তথ্য:
অবস্থান: বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। আলীকদম ও থানচি উপজেলার মাঝামাঝি এই পাহাড়।
উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচুতে এর অবস্থান।
বিশেষত্ব: দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সড়কপথ এই পাহাড়ের উপর দিয়ে গেছে।
দৃশ্য: পাহাড়ের চূড়া থেকে চারপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। মেঘের উপর ভাসার অনুভূতি হয়।
কিভাবে যাবেন?
ঢাকা থেকে বাসে চকরিয়া।
চকরিয়া থেকে বাস/চাঁদের গাড়িতে আলীকদম।
আলীকদম থেকে চাঁদের গাড়ি/মোটরসাইকেলে ডিম পাহাড়।
অথবা,
ঢাকা থেকে সরাসরি বান্দরবান।
বান্দরবান থেকে লোকাল বাস/চাঁদের গাড়িতে থানচি বাজার।
থানচি বাজার থেকে চাঁদের গাড়ি/মোটরসাইকেলে ডিম পাহাড়।
কোথায় থাকবেন?
আলীকদমে থাকার তেমন ভালো ব্যবস্থা নেই। তাই চট্টগ্রামে ফিরে থাকতে পারেন।
কিছু টিপস:
ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।
আরামদায়ক জুতা পড়ুন।
প্রয়োজনীয় খাবার ও পানি সাথে নিন।
পরিবেশ দূষণ করবেন না।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: