পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের প্রতিক্রিয়া | National Film Award Winners 2019
Автор: NewsBangla24
Загружено: 2021-01-17
Просмотров: 135
Описание:
তরুণ, নবীন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী। মঞ্চ থেকে পদক নিয়ে এসেই তুলে দিলেন মায়ের হাতে। প্রথম বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার আনন্দ ভাগ করে নিলেন মায়ের সঙ্গে।
শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তানিম রহমান অংশু। মঞ্চে পুরস্কার নিতে যাওয়ার আগে এক জনকে নিজের মোবাইলটা দিয়ে গেলেন। বলে গেলেন পুরস্কার নেয়ার ছবিটা যেন তুলে দেন তিনি।
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের জন্য বাংলাদেশ টেলিভিশনকে দেয়া পুরস্কার মঞ্চ থেকে নিয়ে আসার পর ওলট-পালট হয়ে যায়। বিষয়টি বোঝার পর পুরস্কার ঠিক করে নেন বিজয়ীরা।
শ্রেষ্ঠ মেকআপম্যান মো. রাজুর সঙ্গে এসেছিলেন তার বাবা। বসেছিলেন দর্শক সারির পেছনের দিকে। পুরস্কারপ্রাপ্তির পর বাবাকে এনে দেখালেন তার অর্জন।
এমন অনেক ছোট ছোট আনন্দের ও মজার ঘটনা তৈরি হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রোববার সকাল ১০টায় ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক, সার্টিফিকেট ও চেকের ফোল্ডার তুলে দেন তথ্যমন্ত্রী।
এবার ২৬ বিভাগে ৩৩ জন শিল্পী ও কলাকুশলী পেয়েছেন দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার।
এবারের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিতে না পারাটা কিছুটা কষ্টের সঙ্গে নতুন উদ্যমও দিয়েছে শিল্পীদের। অনেকেই বলেছেন, পরে কোনো এক বার প্রধানমন্ত্রীর হাত থেকেই নেবেন।
যুগ্মভাবে সেরা ন ডরাই সিনেমার প্রযোজক মাহবুব রহমান বলেন, ‘আমার প্রযোজিত সিনেমায় এতগুলো পুরস্কার পাব কখনো ভাবিনি। খুব ভালো লাগছে। এই পুরস্কার নতুন সিনেমা বানানোর অনুপ্রেরণা দেয়।’
তিনি জানান, চট্টগ্রামের মুক্তিযুদ্ধ ও মাদক নিয়ে সিনেমা নির্মাণ করতে চান তিনি। এর মধ্যে মুক্তিযুদ্ধের সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু হয়ে গেছে।
কেন্দ্রীয় চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘এমন সময় কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছি যখন গল্পনির্ভর সিনেমা বেশি তৈরি হচ্ছে। এটা ভেবে খুবই ভালো লাগছে।’
কেন্দ্রীয় চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল পুরস্কার নেয়ার আগে নিউজবাংলাকে বলেন, ‘আনন্দও লাগছে, আবার ভয়ও লাগছে। অনেকের সঙ্গে আমার ছবিও প্রকাশ পাবে, টিভিতে লাইভ যাবে, সাক্ষাৎকার প্রকাশ পাবে। এগুলো ভেবে নার্ভাস লাগছে।’
পরিচালক তানিম রহমান অংশুর মতে, পরিচালক হিসেবে তার দায়িত্ব আরও বেড়ে গেল। সেই কথা মাথায় রেখে শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি।
ফজলুর রহমান বাবু সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন এই পুরস্কারের ভার বহন করতে পারি।’
জাহিদ হাসান এবার পুরস্কার পেয়েছেন খল চরিত্রের জন্য। তিনি বলেন, ‘যদি কখনও চরিত্রের প্রয়োজনে নায়িকা হতে হয় এবং নায়িকা হিসেবে পুরস্কার নিতে হয়, সেটাও আনন্দের। খল চরিত্র বা মূল চরিত্র বলে কিছু নেই আমার কাছে।’
________________________________
NewsBangla24
Web: https://www.newsbangla24.com
Fb Page: / nwsbn24
Twitter: / nwsbn24
Instagram: / newsbn24
Pinterest: / nwsbn24
________________________________
#NationalFilmAward #Film #Bangladesh #NewsBangla24
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: