মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ ওরা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।
Автор: Sakib Uddin
Загружено: 2025-09-29
Просмотров: 63
Описание:
এই আয়াতটি সূরা আম্বিয়া (২১:১) থেকে নেওয়া হয়েছে।
📖 আয়াত:
"মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে।"
ব্যাখ্যা:
এখানে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যে কিয়ামতের দিন আর দূরে নেই। মানুষের যাবতীয় কাজের হিসাব নেওয়া হবে।
কিন্তু মানুষ তার ব্যাপারে চিন্তা না করে দুনিয়ার মোহ, খেলা-ধুলা, ভোগ-বিলাসে ডুবে রয়েছে।
"আসন্ন" শব্দটি বোঝাচ্ছে যে আল্লাহর কাছে সময়ের কোনো দূরত্ব নেই। মানুষের দৃষ্টিতে যত দীর্ঘই মনে হোক, আল্লাহর দৃষ্টিতে তা খুব নিকটবর্তী।
মানুষ উদাসীন হওয়ার কারণে সতর্কবার্তাগুলোকে গুরুত্ব দেয় না, অথচ এই উদাসীনতাই তাদের পরিণতির কারণ হবে।
👉 সারকথা: আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন—হিসাবের দিন খুব কাছেই। তাই দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে বিভ্রান্ত না হয়ে আমাদের উচিত সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া।
#হিসাবনিকাশ #কিয়ামত #মানুষেরউদাসীনতা #সতর্কবার্তা #সূরা_আম্বিয়া #কুরআনশিক্ষা #আখেরাত #প্রস্তুতি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: