একটি কাঠের সাঁকোতে দুই উপজেলার মানুষের মুখে হাসি, প্রশংসায় ভাসছেন মঠবাড়িয়ার ইউএনও
Автор: বলেশ্বর টিভি
Загружено: 2025-07-03
Просмотров: 45
Описание:
একটি কাঠের সাঁকোতে দুই উপজেলার মানুষের মুখে হাসি, প্রশংসায় ভাসছেন মঠবাড়িয়ার ইউএনও
পিরোজপুর প্রতিনিধি :
একটি কাঠের সাঁকো মঠবাড়িয়া ও বামনা দুই উপজেলার মানুষের দুর্ভোগ ঘুচিয়েছে। প্রশংসায় ভাসছেন মঠবাড়িয়ার ইউএনও।বুধবার (২ জুলাই) বিকেলে দধিভাঙ্গা বাজারে সাঁকোটির উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এসময় উপস্থিত ছিলেন ৬নং টিকিকাটা ইউনিয়নের প্রসাশক নজরুল ইসলাম।
এক পারে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বহু পুরনো বাজার দধিভাংগা, অন্য পারে বরগুনা জেলার বামনা উপজেলার বড়তালেশ্বর। খালের দুইপাশে তিনটি প্রাইমারি স্কুল, দুটি মাদ্রাসা, তিনটি হাইস্কুল এবং একটি কলেজ। এছাড়া দুটি বাজার রয়েছে। মঠবাড়িয়া এবং বামনা এই দুটি উপজেলার সংযোগস্থল। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একটি পোল ছিলো। ৫ আগস্টের আগে নতুন ব্রিজ করার জন্য ঠিকাদার পোলটি ভেঙে ফেলে। এই ব্রিজের কাজ এখন পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল চরমে।
স্থানীয় যুব সমাজের অনুরোধের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম আর্থিক সহায়তার আশ্বাস দেন। সে আশ্বাসে স্থানীয় যুব সমাজের উদ্যোগে সাঁকোটি নির্মাণ সম্পন্ন হয়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: