মেট্রোরেলে গ্রামীণ হাট ভ্রমণ - বৌ বাজার দিয়াবাড়ি || Rural Bow Bazar || Uttara Dhaka Bangladesh ||
Автор: Mazaharulkabir
Загружено: 2025-09-16
Просмотров: 1326
Описание:
বৌ বাজার, দিয়াবাড়ি উত্তরা ঢাকা।
প্রিয় দর্শক,শরৎ ঋতুর এই পড়ন্ত বিকালে আমাদের আজকের গন্তব্য — দিয়াবাড়ি বউবাজার। ঢাকা শহরের বুকে, পার্কের জায়গায় স্থান করে নেওয়া এক টুকরো গ্রামীণ হাট; সেই অনুপম দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরব আজ।
আমাদের যাত্রা শুরু হলো মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে; মেট্রো রেলের মাধ্যমে আমরা পৌঁছলাম বউবাজারে। উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনে নামলেই পায়ে হাঁটলে দুই থেকে তিন মিনিটেই পৌঁছে যাবেন এই গ্রামীণ হাটে।
যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে, বংশপরম্পরায় গড়ে ওঠা গ্রামীণ হাটের যে ঐতিহ্য— দিয়াবাড়ি বউবাজারও তারই এক জীবন্ত প্রতিচ্ছবি।
বউবাজার নামের পেছনে লুকানো গল্পটি সত্যিই চমৎকার: এখানে বিক্রেতাদের প্রায় আশি শতাংশ নারী—তাদের হাতেই গড়ে ওঠেছে এই গ্রামীন হাটের জীবন্ত ক্যানভাস।
প্রতিদিন দুপুরের পর থেকে এখানে হাট বসে, আর বেচাকেনা চলে টানা সন্ধ্যা পর্যন্ত। দুপুর গড়ালেই নারী-পুরুষ মিলে নানা রকম পণ্য নিয়ে ভিড় জমায় এই হাটে।
পার্শ্ববর্তী গ্রামের পরিশ্রমী কৃষাণ-কৃষাণীরা তাদের বাড়ি থেকে তুলে আনে বিভিন্ন ধরনের শাকসবজি, তরি-তরকারি, কলা, পেঁপে, আমরা, কামরাঙা, বাতাবি লেবু, কাঁঠালসহ দেশীয় ফলমূল। প্রতিদিন দুপুরের পর থেকেই টাটকা শাকসবজি, দুধ-ডিম—সবই পৌঁছে যায় এই হাটে।
এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো পার্শ্ববর্তী বিভিন্ন নদী নালা খাল বিলের টাটকা মাছের বেচাকেনা; পাশাপাশি দেশিয় মুরগ মুরগির বেচাকেনাও চলে জমজমাট। আর মুখরোচক খাবারের সুগন্ধ ও রঙ-রস আপনার মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট —একবার ঘ্রাণে মুগ্ধ হলে স্বাদ নেওয়ার ইচ্ছে হবে বারবার।
আধুনিক শহরের কোলাহলে, এই হাট যেন গ্রামের ছোঁয়া বয়ে আনে—গ্রামের গন্ধ, গ্রামের রূপ, গ্রামের রীতিনীতি সবই পাবেন এই হাটে। তাইতো আশেপাশের ২০–২৫টি গ্রামসহ উত্তরা সেক্টরের সকল মানুষ নিয়মিত আসেন এই হাটে —কেউবা আসেন পণ্য বিক্রি করতে, কেউবা পন্য কেনাকাটা করতে; কেউবা আসেন মুখরোচক খাবারের স্বাদ নিতে, আবার কেউবা আসেন গ্রামীণ হাটের অপরূপ সুন্দর চিত্র উপভোগ করতে।
এখানেই চোখে পড়ে শহর ও গ্রামের এক মধুর মিলন, আর সেই মিলনকে অনুভব করতেই মানুষ তীব্রভাবে আকৃষ্ট হয় এই একখন্ড গ্রামীণ হাটে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করতে ভুলবেন না, আর এমন আরও গ্রামীণ হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
মোবাইল -০১৭১২৮৪০৬৫৭
#bow_bazar_diabari #rural_bow_bazar #villagemarket_bow_bazar #bangladesh_village_market
#rural_market
#village_market
#grameen_haat
#diabari_bow_bazar
#uttara_dhaka
#metro-rail
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: