27 রাতের জন্য বন্ধ থাকবে হাওড়া ব্রিজ, স্টেশনে পৌঁছবেন কীভাবে? Howrah Bridge | Kolkata Heritage
Автор: Aaj Tak Bangla
Загружено: 2023-05-12
Просмотров: 39569
Описание:
#howrah #howrahbridge #lightandsoundshow #heritage #kolkata #aajtakbangla #aajtak
সংস্কারের জন্য রাতে আংশিক বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। শুক্রবার 12 মে থেকে 27 রাতের জন্য হাওড়া ব্রিজ আংশিক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সংস্কারের কাজ করবে কলকাতা পোর্ট ট্রাস্ট। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই সংস্কারের জন্য শুধুমাত্র রাতেই ঐতিহাসিক এই ব্রিজকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজ দিয়েই গঙ্গার উপর দিয়ে হাওড়া ও কলকাতার যোগসূত্র স্থাপিত হয়। দীর্ঘদিন ধরেই এই হাওড়া ব্রিজের সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল। প্রসঙ্গত গত 19 এপ্রিল, হাওড়া ব্রিজের সংস্কার নিয়ে জরুরি বৈঠক হয়। কলকাতা পোর্ট ট্রাস্ট, কলকাতা ট্রাফিক পুলিশ ও হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা হাজির ছিলেন এই বৈঠকে। এই বৈঠকের পরই হাওড়া ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে ব্রিজ পরিদর্শন করেন আধিকারিকরা। এরপরই যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শুরুর ব্যাপারে সবুজ সংকেত দেয় কলকাতা ট্রাফিক পুলিশ। হাওড়া ব্রিজ শহর তথা দেশের অন্যতম ব্যস্ত সেতু। হাওড়া ও কলকাতা শহরের মধ্যে যোগাযোগ ছাড়াও প্রচুর মানুষ ও গাড়ি এই ব্রিজ দিয়েই যাতায়াত করেন প্রতিদিন। আজতক বাংলাকে দেওয়া সাক্ষাৎতকারে কলকাতা ট্রাফিক পুলিশের DCP সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন,, 27 দিন ধরে রাত 10 টা থেকে সকাল 6 টা পর্যন্ত চলবে সংস্কারের কাজ। এই কাজের জন্য হাওড়া ব্রিজকে 9 টি ভাগে ভাগ করা হবে। প্রতি ভাগে থাকবে 200 মিটার রাস্তা। হাওড়া ব্রিজের এক তৃতীয়াংশে চলবে সংস্কারের কাজ। হাওড়া ও কলকাতা ট্রাফিক পুলিশের তরফে যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে যানজটের পরিমাণ কমানো সম্ভব হয়।
#RPT0272
27 রাতের জন্য বন্ধ থাকবে হাওড়া ব্রিজ, স্টেশনে পৌঁছবেন কীভাবে? Howrah Bridge | Kolkata Heritage
Follow Us on:
Facebook: / aajtakbangla
Twitter: / aajtakbangla
Instagram: / aajtakbangla
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: