|প্রেমময়ী_সন্ধ্যা|সকল পর্ব|পাত্র হিসেবে নিজের ভার্সিটির প্রফেসরের ছেলেকে দেখে আঁতকে উঠলো ঝুমুর।যদিও
Автор: গল্পবাড়ি
Загружено: 2024-12-14
Просмотров: 60190
Описание:
|প্রেমময়ী_সন্ধ্যা|সকল পর্ব|পাত্র হিসেবে নিজের ভার্সিটির প্রফেসরের ছেলেকে দেখে আঁতকে উঠলো ঝুমুর।যদিও এর আগে কখনো স্যারের ছেলেকে সে দেখেনি##Bangla short story #Romantic গল্প
#লেখিকা_তাসফিয়া_আনজুম
পাত্র হিসেবে নিজের ভার্সিটির প্রফেসরের ছেলেকে দেখে আঁতকে উঠলো ঝুমুর।যদিও এর আগে কখনো স্যারের ছেলেকে সে দেখেনি।তবে চেহারা দেখেই যে কেউ বলে দিবে এটা যে স্যারের ছেলে। একদম স্যারের কার্বন কপি, কিন্তু লম্বায় কিছুটা বেশি হবে হয়তো।ঝুমুরের মাথা রীতিমতো ঘুরপাক খাচ্ছে।শাকিল স্যারের ছেলে! কিন্তু কেন?সামনে বসা মানুষগুলো যখন তাকে নিয়ে নানান কথা বলায় ব্যস্ত। কিন্তু এদিকে তার বিন্দুমাত্র ও আগ্রহ নেই। ঝুমুর শিকদার। বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট ভাই জাবির শিকদার। এবার চতুর্থ শ্রেণীতে উঠলো।একমাত্র মেয়ে বলেই সে একটু বেশি আদরের, কিন্তু আদরের পাশাপাশি বাবার শাসন ও মাত্রাতিরিক্ত। ঝুমুর এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছে। পড়ালেখার প্রতি তার তেমন একটা আগ্রহ নেই,নাহ! নেই বললেই চলে। না হলে কি এসময় বিয়ে দেওয়ার জন্য কোন পরিবার উঠে পড়ে লাগতো? তার শুধু ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো, আড্ডা দেয়া।
"যাও ঝুমুর ওয়াহিদকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসো।"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: