ফেনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে মৌলভীদের খাদ্য সামগ্রী বিতরণ, এরাই হচ্ছে সমাজে মানবতার বীর সৈনিক।
Автор: S R Khan Media
Загружено: 2024-08-27
Просмотров: 6
Описание:
এক হিন্দু গ্রামে মৌলভীদের খাদ্যসামগ্রী বিতরণ---
ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের সকল বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এক যোগে এগিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ,
দেশের বিভিন্ন সংস্থা, সংগঠন ও সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এই কাজে প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করছেন, এমন দেশই আমাদের চাওয়া।
যারা খাদ্যসামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন, আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, কিছু এলাকায় ত্রাণ বারবার যাচ্ছে, আবার কিছু এলাকায় যাতায়াতের রাস্তা কঠিন থাকায় অনেকেই যেতে সাহস করছেন না। ফলে ঐ প্রত্যন্ত অঞ্চলগুলো ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে, হাজারো মানুষ ক্ষুধার্ত রয়েছে। কোথায় ত্রাণ বেশি পৌঁছেছে এবং কোথায় ত্রাণ একেবারেই পৌঁছায়নি এগুলো যাচাই-বাছাই করে কাজ করলে কোনো বন্যার্ত মানুষ বঞ্চিত হবেনা ইনশাআল্লাহ।
এক্ষেত্রে লতিফী হ্যান্ডস ও তালামীযে ইসলামিয়া'র সুন্দরভাবে কাজ করছে , উনারা সবসময় যাচাই-বাছাই করে খাদ্যসামগ্রী বিতরণ করছেন, যারা পায়নি তাঁদের কাছেও ত্রাণ পৌঁছে দিচ্ছেন।
ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ'র নাতিদ্বয় জনাব মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী ও মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী নেতৃত্ব দিচ্ছেন।
আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: