১০ জানুয়ারি: স্বাধীনতা পূর্ণতার আসল গল্প!
Автор: Bohemian Videos
Загружено: 2025-11-19
Просмотров: 7
Описание:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ বিজয় অর্জন করলেও
স্বাধীনতা পূর্ণতা পায় আরও ২৫ দিন পরে—
১৯৭২ সালের ১০ জানুয়ারি, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমবারের মতো
স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন।
কিন্তু তিনি সরাসরি দেশে ফিরে আসেননি।
প্রথমে লন্ডন, এরপর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান।
এই পথচলার পেছনে ছিল বিশাল কূটনীতি,
বিশ্বপর্যায়ে তীব্র চাপ, এবং নিরাপত্তা সংক্রান্ত জটিলতা।
লন্ডনে তাঁকে স্বাগত জানায় ব্রিটিশ সরকার।
তারপর দিল্লিতে তাঁকে বরণ করেন
তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
ও রাষ্ট্রপতি ভি ভি গিরি।
দিল্লিতে বঙ্গবন্ধুর প্রতি ছিল রাষ্ট্রীয় সংবর্ধনা,
রথযাত্রার মতো গাড়িবহরের ওপর পুষ্পবৃষ্টি,
এবং আবেগভরা বক্তব্য—
যেখানে তিনি জানান,
বাংলাদেশের মানুষের বিশেষ বন্ধু ভারতের প্রতি
শ্রদ্ধা জানাতেই তিনি প্রথমে দিল্লিতে এসেছেন।
এরপর কয়েক ঘণ্টা পর তিনি ঢাকায় ফিরে আসেন,
তেজগাঁও বিমানবন্দরে লাখো মানুষের উচ্ছ্বাসে।
পরে রমনার রেসকোর্স ময়দানে
স্বাধীন দেশের মাটিতে দেন তাঁর প্রথম ভাষণ।
এই ভিডিওতে বিস্তারিত রয়েছে—
🔹 কেন সরাসরি ঢাকায় আসা সম্ভব হয়নি
🔹 বিশ্বশক্তিগুলোর চাপ
🔹 লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভ্যর্থনা
🔹 দিল্লিতে ইন্দিরা গান্ধীর আবেগময় সংবর্ধনা
🔹 ঢাকায় ফেরার পর জাতির উন্মাদনা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: