গণেশ পাগলেরজীবনের কাহিনী||কদম বাড়ি গনেশ পাগল মন্দির || Kodom Bari Ganesh Pagal
Автор: Badhon official
Загружено: 2024-12-23
Просмотров: 2671
Описание:
শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান।
গণেশ পাগলের অনুসারীদের জন্য ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দে) মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী দিঘীরপাড় এলাকায় প্রায় ৩৬৫ বিঘা জমিতে গণেশ পাগল সেবাশ্রম গড়ে ওঠে।
আশ্রমে ছোট-বড় মোট ১০৮টি মন্দির রয়েছে। তবে আশ্রমের প্রধান ফটক অতিক্রম করে পাশেই দেখা মিলবে গুচ্ছ মন্দিরের। যেখানে আটটি সমন্বিত মন্দির একত্রে রয়েছে। সেগুলো হলো- লক্ষ্মী নারায়ণ মন্দির, দূর্গা মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, গৌর নিতাই মন্দির, রাম মন্দির, হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির, মনসা মন্দির।
সমাধি মন্দিরের উত্তর পাশে রয়েছে মনসা মন্দির ও দক্ষিণে রয়েছে শিব মন্দির। এছাড়া পূর্বে রয়েছে শ্মশান কালী মন্দির ও পশ্চিমে রয়েছে সরস্বতী মন্দির।#vlog #আশ্রম #গনেশ_পাগল #গনেশপূজা #মন্দির #you_tube #Badhon_official #মহামানব_ গণেশ_পাগলের_আশ্রমে #গণেশ_পাগলের_জীবনের_কাহিনী
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: