রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য উদ্বোধন
Автор: somoyer kotha 24
Загружено: 2025-11-07
Просмотров: 3
Описание:
মো.আজিজুল ইসলাম, রাজশাহী:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। শুক্রবার সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় বেলুন-ফেস্টুন, পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। উদ্বোধন কালে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন- দেশের আগামী দিনের সমৃদ্ধ এবং দেশকে ঐক্যবদ্ধ রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। দেশ একটি নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পরে, বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
এছাড়া, শনিবার রক্তদান কর্মসূচি, রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: