জীবন বীমা পলিসি অপশন কি || বীমা গ্রাহক কেন মেয়াদ শেষে টাকা পায় না ||অপশন কি সাহায়ক নাকি বিপদজনক !
Автор: Agrogoti Online TV
Загружено: 2020-03-05
Просмотров: 5964
Описание:
সমর্পনমূল্য সৃষ্টি হওয়ার পর যথা সময়ে প্রিমিয়াম জমা দেওয়া না হলে পলিসি বাজেয়াপ্ত হয়ার সম্ভাবনা থাকে । তাই বাজেয়াপ্ত না হওয়ার জন্য পলিসি অপশনের ব্যবস্থা রয়েছে। সাধারণত একটি পলিসি সমর্পন মুল্য অর্জন করার পর পলিসি অপশন কার্যকর করা হয়। নিম্ন অপশন গুলির সুবিধা গুলো আলোচনা করা হল-
১। পলিসি অপশন (A)
পলিসি অপশন (A) এর আওতাভুক্ত হলে নির্ধারিত সময়েও প্রিমিয়াম জমা না হলে পলিসি তামাদি হয়না এক্ষেত্রে অর্জিত সমর্পন মুল্য থেকে এক বছরের প্রিমিয়াম ঋণ হিসাবে গ্রহণ করে পলিসিটি স্বয়ংক্রিয় ভাবে চালু রাখা যায়। এক বছর অতিক্রম হওয়ার পর পলিসিটি খণ্ডিত বীমা বা আংশিক পরিশোধিত বীমায় রূপান্তরিত হয় ।
২। পলিসি অপশন (B)
পলিসি (A) এর সাথে পলিসি (B) এর পার্থক্য হচ্ছে এখানে সমর্পন মুল্য থেকে ঋণ নিয়ে পলিসি চালিয়ে যাওয়ার জন্য সময়সীমা বেধে দেওয়া নেই। সমরপন মুল্য নিঃশেষিত হওয়ার পুর্বে বিমাগ্রাহক পলিসি পরিশোধ করতে চাইলে অপশন (A) এর ক্ষেত্রে প্রযোজ্য নিয়মে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন ।
৩। পলিসি অপশন (C)
এ ক্ষেত্রে কোন পলিসির প্রিমিয়াম নির্ধারিত সময়ের মধ্যে জমা না হলে পলিসিটি সরাসরি তামাদি হায়ে যায় বা আংশিক সম্পাদিত বীমায় রূপান্তরিত হয়। পলিসির সম্পাদিত মূল্য মেয়াদপূর্তিতে অথবা মৃত্যুদাবী উত্থাপিত হলে পরিশোধযোগ্য বলে বিবেচিত হবে। আংশিক সম্পাদিত বীমা পুনরায় নিয়মিত করার জন্য বকেয়া প্রিমিয়াম বিলম্ব ফি ইত্যাদির সাথে বিভিন্ন অবলিখন চাহিদার প্রয়োজন হতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: