বৃন্দাবনে ললিতা সখির বাড়ি ও আলতা পাহাড়িতে যা দেখলাম Lolita sokhir bari in Vrindavan dham
Автор: Daily Dham Darshan
Загружено: 2023-05-04
Просмотров: 7982
Описание:
বর্ষাণা হইতে দুই কিঃমিঃ, সুহেরা হইতে তিন কিঃমিঃ পূৰ্ব্বদিকে উচাগ্রাম অবস্থিত। এই গ্রামের প্রাচীন নাম ললিতা গ্রাম। শ্রীললিতাসখী এই গ্রামে জন্মগ্রহণ করিয়া অবস্থান করিতেছেন সেইজনা এইগ্রামের নাম ললিতা গ্রাম। গ্রামের পূর্ব্বদিকে শ্রীবলদেবজীউর মন্দির । তাহার নৈঋতে শ্রীনারায়ণ ভট্টের সমাধি, তদুত্তরে ত্রিবেণু কূপ তাহার নৈঋতে আলতাপাহাড়ী নামান্তর বিহাবলী, কেহকেহ চিত্র-বিচিত্র শিলাখও বলিয়া উল্লেখ করেন। ইহার উত্তরে দেহিকুও। এইকুণ্ডের নৈঋতকোণে শ্রীরাধার চরণচিহ্ন বিরাজমান । ভাদ্র শুকা দ্বাদশীতে এই গ্রামে মেলা বসিয়া থাকেন । শ্রীমতীললিতাসখীর পিতা-বিশোক, মাতা-সারদা, পতি-ভৈরব, গ্রাম- ললিতা গ্রাম, স্বভাব-বামা প্রখরা, বর্ণ-গো-রচনা, বস্ত্র-ময়ূরপুচ্ছ, সেবা-তাম্বুল, ভাব- খণ্ডিতা, কুঞ্জ—বিদ্যুৎবর্ণ ললিতানন্দদ কুঞ্জ, স্থিতি—উত্তরদলে, শ্রীললিতাসখীর নবদ্বীপ লীলার নাম—শ্রীস্বরূপ দামোদর।
#vrindavan #radhakrishna #lolitasokhi #krishna #radha #brindabon
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: