বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম এমকে আনোয়ারের নামাজে জানাজা অনুষ্ঠিত
Автор: Bangladesh Nationalist Party-BNP
Загружено: 2017-10-24
Просмотров: 19384
Описание:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং কেবিনেট সচিব মরহুম এম কে আনোয়ার এর ২য় নামাজে জানাজা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ৫৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এম কে আনোয়ারের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামজ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ দিকে এম কে আনোয়ারের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজার নামাজে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, খন্দকার মাহবুবুব হোসেন, জয়নাল আবেদীন, বরকত উল্লাহ বুলু, শাহজাহান ওমর, আহমদ আজম খান, শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান, উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জানাজার নামাজে অংশ নেন।
নয়াপল্টনে এম কে আনোয়ারের জানাজার নামাজ পড়ান ওলামা দলের সভাপতি আবদুল মালেক।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় কাঁটাবন মসজিদে তার প্রথম জানাজা হয়। বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এম কে আনোয়ারের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, এম কে আনোয়ারের ছোট ছেলে ও মেয়ে দেশে বাইরে আছেন। তারা আজই লন্ডন থেকে ফিরবেন। এরপর কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রবীণ রাজনীতিক এম কে আনোয়ার সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এম কে আনোয়ার দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: