সূর্য তার চৌম্বকীয় মেরুগুলি পরিবর্তন করবে। ১১ বছর অন্তর অন্তর এই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
Автор: The Universe of Science
Загружено: 2024-02-09
Просмотров: 30
Описание:
সূর্য চৌম্বকীয় মেরু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ১১ বছর অন্তর অন্তর এই ঘটনা ঘটে। ২০১৩ সালে শেষবার সূর্য চৌম্বকীয় মেরু পরিবর্তন করেছিল। আগামী এপ্রিল থেকে অগাস্টের মধ্যে এই মহাজাগতিক ঘটনা ঘটবে।
পৃথিবী ও সূর্যের মত বেশ কিছু নক্ষত্র ও গ্রহের চৌম্বক ক্ষেত্র রয়েছে। এই চৌম্বক ক্ষেত্রগুলি স্থিতিশীল নয়। চক্রাকার। এগুলি শীর্ষ সৌর চক্রের ওপর নির্ভর করে পরিবর্তন হতে থাকে।সূর্য হল গরম ও আয়নিত গ্যাসের একটি বিশাল বল। যা কেন্দ্রের ভিতরে প্রবাহিত হয়। যা সূর্যের মধ্যে বৈদ্যুতিক স্রোতও তৈরি করে। চৌম্বক ক্ষেত্রগুলি এই ভারী-প্রবাহিত বৈদ্যুতিক স্রোত থাকে। তেমনই জানিয়েছে নাসা। এই গোটা প্রক্রিয়াটিকে ডায়নামো বলে।সূর্যের এই চৌম্বকীয় মেরু পরিবর্তন নিয়ে নাসা বলেছেন সূর্য প্রায় প্রতি দশকেই নিজের সৌর চক্রের শীর্ষে ডায়নামোকে নতুন করে গঠন করে।সূর্যের মেরু চৌম্বক ক্ষেত্রগুলি দুর্বল হয়ে যায়। শূন্যে যায় ও তারপর বিপরীত মেরুতে পৌঁছে যায়। এটি সৌর চক্রের নিয়মিত অংশ।সূর্যে চৌম্বক মেরুগুলি প্রতি ১১ বছর অন্তর অন্তর পরিবর্তন করে। সেখানে পৃথিবী ঘন ঘনে চৌম্বকীয় মেরু পরিবর্তন করে। প্রতি ১০ হাজার বছর ধরে এটি চলে।
#solarstorm #solar #solarflares #nasa #gps #satellite #sun #magneticfield
#sunmagneticfield
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: