সৌদিতে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ | সৌদিতে কারা বৈধ হতে পারছেন কারা হতে পারছেন না | হুরূব কেটে কাফালা
Автор: TOFAYAL AHMED
Загружено: 2025-10-09
Просмотров: 686
Описание:
#সৌদিআকামা #সৌদিপ্রবাসীদেরখবর #সৌদিভিসা
সৌদিতে যারা বৈধ হতে পারবেন না?
যারা দেশে গিয়ে আসতে পারবেন না?
সৌদিতে কেউ অবৈধ হলে তাদের বলা হয় মোখালেফ মানে আইন অমান্যকারী।
আর ২০২১ সালের পর থেকে সৌদি সরকার মোখালেফদের জন্য আইন যেমনটা শক্ত করেছে,তেমনটা বেশ কয়েকবার বৈধ হওয়ার সুযোগও দিয়েছে।
এখনো বৈধ হওয়ার সুযোগ চলছে,তবে কারা এই সুযোগে বৈধ হতে পারবে?
যারা চলমান সুযোগে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন?
১- যারা সৌদিতে এসেছেন ৩৬৫ দিনের বেশি হয়েছে তথা ১ বছরের বেশি হয়েছে এমন লোক।
২- যারা হাউজ ভিসার লোক ১০ মে ঘোষণা আসার আগে হুরুব খেয়েছে এমন লোক।
৩- যাদের ইকামার মেয়াদ নেই এমন লোক,ইকামা না থাকলে অবৈধ বলা হয় না,আর এই ধরনের লোক সবসময়
ট্রান্সফার হওয়ার সুযোগ পায়।
যারা বৈধ হতে পারবে না?
১- যারা সৌদি আসছে ১ বছর হয়নি,টার্মিনেট হয়েছেন এমন লোক।
২- যাদের ইকামায় এক্সিট আছে।
৩- যাদের এক্সিটের পর হুরুব আসছে এমন লোক।
৪- উমরাহ,জেয়ারা ভিসায় আসছেন এমন লোক।
৫- বর্ডার দিয়ে অবৈধভাবে সৌদিতে আসছে এমন লোক।
৬- হাউজ ভিসা ১০ মে পরে হুরুব খেয়েছে এমন লোক।
৭-যারা হাউজ ভিসার লোক অথবা মাজরা,মেষ পালক এমন পেশার লোক,যাদের ইকামার মেয়াদ নেই তারা পারবেন না।
৮-যাদের আমেল মোয়াক্কেত ভিসা,তথা টেম্পরারি ওয়ার্ক ভিসা,এমন লোক বৈধ হতে পারবে না।
৯- বিভিন্ন মামলা-জরিমানার কারনে খেদামাত বন্ধ এমন লোক বৈধ হতে পারবে না।
১০- মিনিস্ট্রির ভিসায় আছে এমন লোক হুরুব,অথবা ইকামার মেয়াদ নেই এমন লোক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: