সুইস ব্যাংক কী? সুইস ব্যাংক কোথায় অবস্থিত? swiss bank -এ অ্যাকাউন্ট খোলার নিয়ম | জিনিউজ ওয়ার্ল্ড
Автор: GNEWS World
Загружено: 2021-06-23
Просмотров: 6960
Описание:
সুইস ব্যাংকে অর্থ নিরাপদ থাকবে এমন আস্থা রেখে বিভিন্ন দেশের নাগরিকেরা অর্থ পাচার করে থাকেন বলে মনে করা হয়। কিন্তু অর্থ পাচারের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনকি বিভিন্ন ব্যাংকে কার কত টাকা জমা আছে সেটির তথ্যও কোনো সংস্থাকে দেওয়া হয় না। সুইস ব্যাংক গ্রাহকের তথ্যের গোপনীয়তা বজায় রাখার কারণে বিভিন্ন দেশের নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
সুইস ব্যাংক কী? সুইস ব্যাংক কোথায় অবস্থিত?
সুইস ব্যাংক ( SWISS BANK ) নামে আসলে এখন কোনো ব্যাংকই নেই। এই ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৮৫৪ সালে ৬টি ব্যাংক মিলে সুইচ ব্যাংক কর্পোরেশন নামে এবং ১৯৯৮ সালে এই ব্যাংকটি বন্ধ হয়ে যায়।
অবাক হচ্ছেন? তাহলে এই যে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পড়ে থাকার গল্প শুনা যায় এই সবই কি মিথ্যে? না, এই সব কথা মিথ্যে না। সুইস ব্যাংক নামে আলাদা করে কোনো ব্যাংক না থাকলেও Swiss Financial Market Supervisory Authority (FINMA) এর অধীনে সুইজারল্যান্ডের সকল ব্যাংক যেমনঃ UBS,Credit Suisse ইত্যাদিই বর্তমানে সুইচ ব্যাংক নামে পরিচিত। মানে ১৯৯৮ সালে সুইচ ব্যাংকের বিলুপ্তির মাধ্যমে আরেকটি নতুন ব্যাংকিং ব্যাবস্থা শুরু হয়।
সুইস ব্যাংকে টাকা রাখার নিয়ম
অনেকভাবেই অ্যাকাউন্ট খোলা যায় সুইস ব্যাঙ্কে, তবে গোপনীয়তা রক্ষাই যদি অ্যাকাউন্ট খোলার মূল কারণ হয় তাহলে নাম্বারড অ্যাকাউন্ট খোলাই শ্রেয়। ব্যাঙ্কের কিছু হাই অফিশিয়াল কর্মকর্তা ছাড়া এই অ্যাকাউন্টগুলোর তথ্য সচরাচর জানতে দেওয়া হয়না আর কাউকে। আর যদি কেউ নাম্বারড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তাঁকে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে আর পূরণ করতে হবে বেশ কিছু ফর্মালিটিজ।
সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে?
নাম্বারড অ্যাকাউন্টে প্রাথমিক অবস্থায় কমপক্ষে ১,০০,০০০ ডলার ডিপোজিট করতে হবে। আর বছরে ৩০০ ডলার গুনতে হবে শুধুমাত্র অ্যাকাউন্ট মেইনটেইনেন্সের জন্যে!
এর বাইরে ১৮ বছর বয়সী যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষই সাধারণ অ্যাকাউন্ট খুলতে পারে এই ব্যাঙ্কে। অ্যাকাউন্ট খোলার পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয় গ্রাহককে, সেই অর্থের পরিমাণ অবশ্য ব্যাঙ্ক-ভেদে ভিন্ন হয়।
---
জিনিউজ ওয়ার্ল্ড ( GNEWS World ) জিনিউজ বিডি ডটকমের একটি উদ্যোগ। আমরা সাধারণত আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও প্রকাশ করে থাকি। আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া কোন বিষয়ে ভিডিও চান তাও আমাদেরকে জানান।
----
ওয়েবসাইট : www.gnewsbd.com
ফেসবুক পেজ : / gnewsbd
টুইটার প্রোফাইল : / gnewsbd
পিনটারেস্ট : / gnewsbd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: