কথা বলা শালিক পাখি | Best Talking Bird | Talking Shalik | Speaking Bird | Shalik Pakhi | Rohan
Автор: Bhober Nattoshala
Загружено: 2021-03-19
Просмотров: 15375
Описание:
#BestTalkingBird #TalkingShalik #SpeakingBird #RohanSiddique #BhoberNattoshala #ভবের_নাট্যশালা
কথা বলা শালিক পাখি | Best Talking Bird | Talking Shalik | Speaking Bird | Shalik Pakhi | Rohan
কথা বলা শালিক পাখি
মিঠু ময়না আর ডন শালিক পাখির একেকটি নাম। কোন গাছের ডালে নয়, তাদের এখন বসবাস খোদ মানুষের ঘরে। এই পাখিগুলোর পরম বন্ধু কুষ্টিয়া শহরের পিটিআই রোড এলাকার নবম শ্রেণির ছাত্র রোহান সিদ্দিক। খাওয়া দাওয়া থেকে শুরু করে বেড়ানো সব কিছুই হয় রোহানের ঘাড়ে ও মাথায় চড়ে। এযেন রোহানের পরিবারে গড়ে উঠেছে পাখিদের আনন্দের ভ‚বন।
তিন শালিকের ভিন্ন তিন নামে ডাকেন রোহান সিদ্দিক। স্পষ্ট না হলেও ভাঙা ভাঙা শব্দে শিশুদের মত করে কথা বলে শালিখ তিনটি। আর এই কথাগুলো শিখিয়েছেন রোহান সিদ্দিক নিজেই।
কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসিন্দা কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রোহান সিদ্দিকের পাখিপ্রীতি অনেক আগে থেকেই। তাই করোনার লকডাউনের মধ্যে ঘরবন্দি থাকা অবস্থায় ইউটিউব দেখে শালিখের পোষমানানো শেখেন। সেসময় বাড়ির পাশেই একটি গাছ থেকে দু’টি শালিখ ছানা বাড়িতে নিয়ে আসেন। পরবর্তিতে আরেকটি শালিখ পাখি সংগ্রহ করেন রোহান। এই তিন শালিখকে পোষ মানিয়ে কথা বলতে শিখিয়েছেন তিনি।
প্রায় ১২ মাসে মানুষের নাম ধরে ডাকার পাশাপাশি আল্লাহ, মা, জয়বাংলাসহ অনেক শব্দ উচ্চারণ করতে পারে এই পাখিগুলো।
রোহানের এমন পাখীপ্রীতিতে শুরুতে পরিবারের লোকজন বিরক্ত হলেও এখন বেশ ভালোয় লাগে পরিবারের সদস্যদের।
সচরাচর টিয়া ময়না কিংবা কাকাতোয়াকে মানুষের মত করে কথা বলতে দেখা গেলেও বনে জঙ্গলে উড়ে বেড়ানো শালিখের কথা বলা শুনতে প্রতিনিয়ত রোহানের বাড়িতে ভীড় করছেন উৎসুক মানুষ।
রোহানের এমন পাখিপ্রেম দেখে অবিভ‚ত পাখি বিশেষজ্ঞরা।
Please Subscribe Now My YouTube Channel
Thank you....
Channel Line
/ @bhobernattoshala
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: