অনেক সুন্দর একটা রোমান্টিক গল্প 🥰 ক্যাপশন পড়ুন 👇
Автор: S2M97
Загружено: 2025-07-11
Просмотров: 6
Описание:
#story #love #romanticstatus #lovestory
ভাইয়া আপনি মিথিলা আপুর
Boyfriend ছিলেন,না।
'হ্যাঁ মিথিলার boyfriend ছিলাম
কিন্তু, তুমি কে
সঠিক চিনলাম না।
'আমি ওর ছোট্টো বোন অবন্তি৷
কেমন আছেন ভাইয়া আপনি ।
'আলহামদুলিল্লাহ্ ভালো তুমি,
'হ্যাঁ আমিও ভালো আছি।
আচ্ছা মিথিলা আপুর কথা
আপনার মনে পরেনা।
'মনে পরলে কি আর করার বলো।
তোমার বোন-তো আমাকে
ঠগিয়ে অন্য কিউকে
বিয়ে করেছে।
'জানি।
'একটি কথা বলি আপনাকে।
'হ্যাঁ বলো।
'আপনার নাম্বারটি দিবেন।
প্লিজ।
'আমার নাম্বার নীয়ে তুমি কি করবা।
'সেটা নাহয় ফোনে বলবো।
এখন দয়া করে নাম্বারটি দিন।
'01894.....এটা আমার নাম্বার।
অন্য কাউকে দিওনা ।
'ঠিক আছে।
কথাটি বলে অবন্তি নাম্বার নিয়ে
সেখানথেকে বাসায় চলে আসে।
'ঠিক রাত ১২টার পরে অবন্তি
তার বোনের
ex boyfriend হাসিবকে ফোন দেয়।
'ফোনটা রিসিভ হওয়ার সঙ্গেই
উত্তর আসে।
হ্যালো কে বলতেছেন।
'আমি অবন্তি।
'হ্যাঁ চিনতে পেরেছি।
কিছু বলবা ।
'অনেক কিছুই তো বলতে চাই।
কিন্তু সাহস হয়না।
'মনে সাহস নিয়ে বলো কোনো
সমস্যা নেই।
যদি তবুও সাহস না থাকে তাহলে
আমার থেকে
নিতে পারো।
'হাহাহা! আপনিও হন বটে।
'তাই।
'হ্যাঁ।
'আচ্ছা বলো কি বলতে চাইছিলে।
'আমরা কি বন্ধু হতে পারি।
যদি আপনার আপত্তি না থাকে।
'তোমার বোন জানতে পারলে তোমার
কি হবে জানো ৷
'এই সব আপনাকে ভাবতে হবেনা।
যা হবার পরে দেখা যাবে।
'বন্ধু বানিয়ে কি করবা।
'পরবর্তীতে কোন একদিন বলবো।
এখন বলেন বন্ধু হবেন কিনা ।
'আচ্ছা হলাম।
এখন কি করতে হবে।
'প্রতিদিন রাত ১২টার পরে আমার
সঙ্গে কথা বলতে হবে।
আমাকে গান শোনাতে হবে।
'আমি গান পারিনা ৷
'মিথ্যা বলবেন না ।
আমি জানি আপনি অনেক সুন্দর
গাই গাইতে পারেন।
আপনার কন্ঠে অনেক গান শুনেছি।
'তখন পারতাম এখন পারিনা।
'চেষ্টা করবেন।আমাকে শুনিয়ে-শুনিয়ে।
'তো এভাবেই প্রতিদিন হাসিব এবং
অবন্তি কথা বলতো,
দির্ঘ ৬মাস এভাবে কথার বলার পর,
হঠাৎ একদিন অবন্তি হাসিবকে বলে।
'হাসিব তোমাকে একটা কথা
বলতে চাই।
জানিনা কথাটি কিভাবে নিবে।
তবুও বলতেছি আমি তোমাকে
ভালোবাসি।
তোমার হাতটা ধরে বাকিটা পথ
চলতে চাই হবে কী
আমার চলার সঙ্গী?
'এই পাগলি কি বলতেছো এই সব।
এইটা কখনো সম্ভব নাকি৷
'তুমি চাইলেই সম্ভব হাসিব।
বিশ্বাস করো আমার বোনের মতো
কখনোইতোমাকে ঠকাবো না ।
'এইটা হয়না অবন্তি।
'কেনো হবেনা হ্যাঁ।
অবশ্যই হবে।
'তোমার পরিবারের কেউ এই
সম্পর্কে মানবে না।
যদিও মানে কিন্তু তোমার বোন সেটা
হতে দিবেনা।
'তুমি আমাকে ভালোবাসো হ্যা/না।
'হ্যাঁ বাসি।
'আমি সব ছেড়ে তোমার কাছে
চলে আসবো।
দিবে-তো একটু থাকার জায়গা।
'যদি পরবর্তীতে তোমার বোনের
মতো ছেড়ে যাও।
তখন আমার কি হবে ।
'কথা দিচ্ছি কখনো ছেড়ে যাবোনা।
মৃত্যুর আগ পযর্ন্ত তোমার হয়ে
থাকবো।
'সত্যিই তো।
'তিন সত্যি।
'এর পরে অবন্তি এবং হাসিব দুজন -
দুজনের বাসায়
তাদের সম্পর্কের কথাটি বলে।
এতে হাসিবের বাসায় রাজি হলেও
অবন্তির বাসায়
সোজা না করে দেয়।
'এখন কি করবা অবন্তি।
'চলো কাজি অফিসে।
আমরা বিয়ে করবো।
'তোমার পরিবার।
'আমার পরিবারের লোক আজ না
মানলেও কয়দিন
পর ঠিকোই মেনে নিবে।
কিন্তু তোমাকে হারালে আর কখনো
ফিরে পাবোনা।
'এর পরে হাসিব এবং অবন্তি দুজনেই
কাজি অফিসে
গিয়ের বিয়ের কাজটি সম্পুর্ণ করে।
'সত্যি যে থাকার সে শতো কোটি সমস্যার
মাঝেও আপনার হয়ে থাকবে।
যে থাকবেনা সে ছোট্ট একটু বাহনা
পেলেই চলে যাবে।।
একটি কথা আছেনা।
রাখতে জানলে সব কিছুই থাকে ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: