অত্যাধিক লাভজনক চাষ দেশীয় টেংরা মাছ |দেশি টেংরা মাছের চাষ ও পদ্ধতি|টেংরা মাছ|tangra fish farm
Автор: FishMarketBD
Загружено: 2022-09-18
Просмотров: 114
Описание:
অত্যাধিক লাভজনক চাষ দেশীয় টেংরা মাছ |দেশি টেংরা মাছের চাষ ও পদ্ধতি|টেংরা মাছ|tangra fish farm
দেশি টেংরা মাছের পোনা ক্রয় করার জন্য যোগাযোগ করুন।।
ফিশবাংলা মৎস্য নার্সারি ।। বিজয় বর্মন।। মোবাইল -01734494983(হোয়াটসঅ্যাপ -ইমু)।
ময়মনসিংহ,ত্রিশাল।।
ট্যাংরা মাছের বৈশিষ্ট্য
• ট্যাংরা মাছের দেহ আঁইশবিহীন চকচকে;
• ট্যাংরা মাছ ছোট মাঝারি-বড় বাৎসরিক/ষান্মাষিক/মৌসুমী ইত্যাদি প্রায় সব ধরনের পুকুরেই চাষ করা যায়;
• ট্যাংরা মাছ একক চাষের পাশাপাশি পাবদা ও কার্প জাতীয় মাছের সাথেও মিশ্র c×wZ‡Z চাষ করা যায়;
• এটা ক্যাটফিশ জাতীয় মাছ খেতে খুবই সুস্বাদু;
• চাহিদা ও বাজারমূল্য বেশী থাকায় এই মাছচাষে বেশী আয় করা সম্ভব;
• অধিক ঘণত্বে চাষ করার ক্ষেত্রে এ্যারেটর/প্যাডেল হুইলের ব্যবস্থা রাখলে ভাল উৎপাদন পাওয়া যায়;
• জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় ফলে অধিক মুল্য পাওয়া যায়।
ট্যাংরা মাছের খাদ্য ও খাদ্যাভ্যাস
টাংরা মাছ প্রাকৃতিক খাবার যেমন কাইরোনমিড লার্ভা, টিউবিফেক্স ওয়ার্ম, কুচো চিংড়ি, কেঁচো, জলজ পোকা-মাকড়, শ্যাওলা ও পাতার নরম অংশ খেয়ে বড় হয়; সাধারণভাবে ট্যাংরা মাছ সর্বভূক, বটম ফিডার এবং সম্পূরক খাদ্য হিসাবে সরিষার খৈল, চালের কুড়া, ফিসমিল দিয়ে তৈরি খবার খায়। এ ছাড়াও ট্যাংরা মাছ কারখানায় তৈরি ফরমুলেটেড ব্যালান্স ভাসমান খাবার খেয়েও দ্রুত বড় হয়। ট্যাংরা মাছ নিশাচর তাই রাতে খাদ্য গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করে।
মজুদপূর্ব ব্যবস্থাপনা
• ট্যাংরা মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি অত্যন্ত গুরুত্ব বহন করে;
• প্রথমে পুকুর শুকিয়ে, তলদেশের কাদা, জৈব অবশেষ অপসারণ করতে হবে;
• পুকুর শুকিয়ে প্রস্তুত করলে মাছচাষকালীন অনেক সমস্যা মুক্ত থাকা যায়;
• পুকুরের পাড় পরিস্কার, মেরামত ও সংস্কার করতে হবে, পুকুরের তলা মই দিয়ে সমান করে দেওয়া ভাল;
• পুকুরের পানি ঢুকানো ও বের করে দেওয়ার জন্য ইনলেট ও আউটলেট থাকা উত্তম;
• পুকুরের চার পাশে নাইলন নেট দিয়ে ঘিরে দিতে হবে যাতে রাক্ষুসে প্রাণী ঢুকতে পারে;
• কোন কারণে পুকুর শুকানো সম্ভব না হলে রোটেনন প্রয়োগ করে রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দূর করতে হবে;
• এ ক্ষেত্রে রোটেননের মাত্রা ৯.১% শক্তিমাত্রার রোটেনন ২৫ গ্রাম/শতাংশ/ফুট পানিতে অথবা ৭% শক্তিমাত্রার রোটেনন ৩৫ গ্রাম/শতাংশ/ফুট পানিতে প্রয়োগ করতে হয়। এর বিষক্রিয়ার মেয়াদ: ৫-৭ দিন বিদ্যমান থাকে। পুকুরে রোটেনন প্রয়োগের পরিমাণ খুবই সতর্কতার সাথে নির্ণয় করতে হবে যাতে সকল ধরনের রাক্ষুসে মাছ মারা যায় ;
• যেসব পুকুরে খরতা (Hardness) ২০-৪০ mg/L pH দ্রুত উঠা নামা করে এবং প্রাকৃতিক খাদ্য সহজে উৎপাদন হয় না। এ খরনের পুকুরে প্রতি শতাংশে ১-১.৫ কেজি জিপসাম/ডলোচুন প্রয়োগ করে ক্ষরতার মান বৃদ্ধিকরে নিতে হবে;
• ট্যাংরা মাছের পুকুর প্রস্তুতিতে সার ব্যবহার করার প্রয়োজন নাই;
• পুকুর প্রস্তুতের সময় শতকে ১-১.৫ কেজি চুন প্রয়োগের পাশাপাশি শতকে ১০০ গ্রাম হারে ব্লিচিং পাওডার (৩০% ক্লোরিন যুক্ত) ব্যবহার করতে হবে। চুন পুকুরের তলদেশের কাদার সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে;
• পুকুরে প্রাকৃতিক খাদ্য তথা জুপ্লাংক্টন তৈরির জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: