সব শেষ এক মুহূর্তে প্রকৃতি নিষ্ঠুর ভালো কিছু কেড়ে নেই || একটি নিম গাছের কথা ও উপকারিতা ||
Автор: Gopal Choudhury Vlog
Загружено: 2025-05-28
Просмотров: 75
Описание:
কথাই আছে গায়ে ও মায়ে সমান 🥹
সত্যিই কিছু বলার নাই আমার 😌🥹
বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত এই ষাটপলসা গ্রামের ঘটনা ~~
এই দুটি শুধু বহু পুরানো গাছই নয়,, ছিল গ্রামের সৌন্দর্য ও ঐতিহ্য 🥹🙏
কিন্তু সময়ের ব্যবধানে একদিন সবাইকেই থামতে হয় এটাই নিয়ম....
কিছু দিনের ব্যাবধানেই গ্রামের বহু পুরোনো দুই বৃক্ষের সমাপ্তি ঘটলো 😌
যেটি আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষরাও দেখে আসেন এই গাছ গ্রামে 😌
একটি বহু পুরোনো নিম গাছ যেটি আজকে ঝড়ের তান্ডবের ভেঙে পড়ল,
যেটি জোড়া মা কালী র ছত্র ছায়া ছিল,,
এবং গ্রীষ্মের দুপুরে অনেক সন্তানরা বিশ্রাম করতো এই গাছের ছত্রছায়া ই
*তবে আজ আর নেই নিম গাছ টি 😌একটি ঝড়ের তান্ডবে শেষ😌
সত্যিই দৃশ্য দেখার মতো নয় 😭(৩১ শে বৈশাখ ১৪৩২)
ও আর একটির অন্তিম ঘটে পাকুড় গাছ,, যেটি দেব স্থল, মা মনসার আসন ছিল যেটি,,
বগা পূজার সময় এই গাছ টিকে ঘিরে গ্রামের মানুষের অনেক স্বপ্ন থাকতো 🥹🥹আজ হয়তো সমাপ্তি 😌
তবে এই পাকুর গাছটির শুভ সমাপ্তি ঘটে ১৪৩১ সালের ২৯ শে ভাদ্র,, সে এক দুর্যোগ পূর্ণ সকাল, সেদিন ও গ্রাম বাসির মাথায় হাত,,
ফের আজ ২৪০ দিনের মধ্যে গ্রামে আরো একবার শোকের ছায়া 🥹🥹
তবে পরিস্থিতি আমাদের মানিয়ে নিতে হবে,,
কারণ পরিবর্তনই জগত সংসারে নিয়মিত গীতার সার কথা ||
🥹প্রকৃতি তুমি নিষ্ঠুর 😌
কলমে Gopal Choudhury
#gopalchoudhuryvlog
#satpalsa #village 🥹#স্বাদ
💥একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে ১০টি এসি চালানোর সমান কাজ করে। আর নিমগাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে।
💥নিম গাছ আসলে একটি ব্লেসিং! এটি পরিবেশগতভাবে যেমন উপকারী , তেমনি এটি অনেক বেশি মাত্রার দূষণও সহ্য করতে পারে। নিম গাছের পাতা প্রচুর পরিমাণে সীসা শোষণ করে।
💥ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতাও নিম গাছের রয়েছে।
পরিবেশ শীতল আর বিশুদ্ধ করতে নিমগাছের তুলনা হয় না আসলে!
💥আপনার বাড়ির চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন, তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে। যার কারনে আপনার বাসার ভেতরে একটা "মাইক্রোক্লাইমেট" তৈরি হবে। তাহলে হবে কী, আপনার বাড়ির তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাবে।
💥বাড়ির আশেপাশে নিমগাছ লাগিয়ে মাইক্রোক্লাইমেট তৈরি করে প্রাকৃতিক এসির ফিল নেওয়ার সময় এখনই। কারণ বর্ষাকাল চলছে। এই সময়ে বেশি বেশি নিমগাছ লাগিয়ে নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা হতে পারে সেরা একটা আইডিয়া!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: