কোন নবীকে আল্লাহতায়ালা আদ জাতির নিকট প্রেরন করেছিলেন 🥰IslamicMotivation
Автор: World Islamic
Загружено: 2025-11-17
Просмотров: 107
Описание:
কোন নবীকে আল্লাহতায়ালা আদ জাতির নিকট প্রেরন করেছিলেন 🥰IslamicMotivation#short video#shortlove#viral🕋
World Agriculture 3🌹🌹🌹
হজরত হূদ (আঃ)-এর ঘটনা
১. আদ জাতির কাছে নবী হিসেবে প্রেরণ
হূদ (আঃ) ছিলেন ‘আদ’ নামক শক্তিশালী জাতির নবী। তারা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল, বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করত, আর নিজেদের শক্তিকে ঈশ্বর মনে করত।
২. আদ জাতির পথভ্রষ্টতা
আদ জাতি আল্লাহকে ভুলে গিয়ে নানা প্রকার মূর্তি পূজা, অহংকার, অবিচার ও সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছিল। তারা নিজেদের শক্তি নিয়ে এতটাই গর্ব করত যে আল্লাহর ক্ষমতাকেও অস্বীকার করত।
৩. হূদ (আঃ)-এর দাওয়াত
হূদ (আঃ) তাদের বলতেন—
আল্লাহকে একমাত্র রব মানতে,
মূর্তিপূজা ত্যাগ করতে,
অহংকার ও অবিচার থেকে ফিরে আসতে,
আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে।
তিনি তাদের সতর্ক করে দিতেন যে, যদি তাওবা না করে, তবে আল্লাহর শাস্তি নেমে আসবে।
৪. আদ জাতির প্রতিক্রিয়া
তারা হূদ (আঃ)-কে মিথ্যাবাদী বলত, বলত— “আমাদের শক্তির সামনে এই শাস্তি কেমন করে আসবে?”
তারা বলত,
“তোমাকে তো আমাদের মতোই সাধারণ মানুষ মনে হয়।”
৫. শাস্তির ঘোষণা
হূদ (আঃ) বহুবার সতর্ক করার পরও তারা অবাধ্যই থেকে গেল। তখন আল্লাহ তাঁর অযাচিত শাস্তির ঘোষণা দিলেন।
৬. ভয়াবহ ঝড় (প্রচণ্ড বায়ু)
আদ জাতির ওপর পাঠানো হলো এক ভয়াবহ, ঠান্ডা, প্রচণ্ড ঝড়—যা টানা সাত রাত্রি এবং আট দিন প্রবল বেগে বইতে থাকে।
কুরআন বলে—
“সেই ঝড় মানুষদেরকে উল্টে উল্টে ফেলে দিত, যেন তারা খেজুরের গাছের কাণ্ড।”
পুরো জাতি ধ্বংস হয়ে গেল, শুধু হূদ (আঃ) ও তাঁর সঙ্গে ঈমান আনা অল্প কিছু মানুষ রক্ষা পেলেন।
৭. আল্লাহর পক্ষের বিজয়
ঝড়ের শাস্তির পর হূদ (আঃ) এবং তাঁর অনুসারীরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেন।
এটি প্রমাণ করে—
যারা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাদের রক্ষা করেন।
ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়
অহংকার জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
শক্তি, সম্পদ, প্রাসাদ—কিছুই আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না।
সত্য নবীকে অস্বীকার করলে আযাব আসে।
পরহেজগার, ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বদা নিরাপত্তা রয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: