সমাজ কল্যানে নতুন দিশা দেখাচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট II
Автор: Star Bangla News
Загружено: 2023-03-23
Просмотров: 15
Описание:
সমাজ কল্যানে নতুন দিশা দেখাচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় (সরিষা) ও ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট
ডায়মন্ড হারবার:- পূর্ব ভারতের গর্ব ও প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১০০ জন ছাত্রী স্বেচ্ছাসেবী নিয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) ইউনিট গঠিত হয় ২০২০ সালে। এন.এস. এস ইউনিট প্রথমে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েত এর অধীনে নওসা গ্রামে বিশেষ পরিচর্যার জন্যই দত্তক নেওয়া হয়। গ্রামের মানুষদের শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে বিশেষ যত্ন নেওয়া শুরু হয় ২০২২ সালে। রাজ্য সরকারের সৌজন্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সার্ভিস স্কিম বিভাগ এর নথিভুক্ত হয়, ও আর্থিক সহায়তা পেতে শুরু করে সমাজকল্যাণ মূলক কাজে। ১৩ই মার্চ থেকে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এর এন,এস,এস ইউনিট শুরু হয় বিশেষ কর্মসূচি। যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয় এর অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপিকা কাজল দে, রেজিস্ট্রার অধ্যাপক সায়েদুর রহমান,প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার কোভিড যোদ্ধা ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস প্রাপ্ত ডাঃ আকবর হোসেন,জয়ন্ত কুমার দাস,শিক্ষক নওসা হাই স্কুল সহ প্রোগ্র্যাম অফিসার ডঃ মধুমিতা মজুমদার। এছাড়াও প্রোগ্রাম কো -অর্ডিনেটর ডঃ ইন্দ্রানী ঘোষ,অধ্যাপিকা অপরাজিতা হাজরা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ। এবছরের বিষয় ভাবনা ছিলো স্বাস্থ্য পুষ্টি, নওসা হাই স্কুলে বসে আঁকা প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা শিবির,শিশু স্বাস্থ্য পরীক্ষা,সচেতনতা মূলক আলোচনার আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আকবর হোসেন l
#starbanglanews #abpnews #breaking_news #sbn #banglanews #south24pargananews #diamondharbour
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: