থ্যালাসেমিয়া বাবা মায়ের আগে থেকে থাকলে বাচ্চার হওয়ার সম্ভাবনা অনেকবেশি
Автор: Dr Gynocologist 👩⚕️
Загружено: 2025-09-15
Просмотров: 58
Описание:
🌿 থ্যালাসেমিয়া: ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন 🌿থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এ রোগে আক্রান্ত হলে শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি হয় না, ফলে রোগীকে নিয়মিত রক্ত নিতে হয়। একবার আক্রান্ত হলে সারাজীবন এই নির্ভরশীলতা থেকে মুক্তি নেই।
🔍 যদি বাবা ও মা দু’জনই থ্যালাসেমিয়ার বাহক হন (Carrier):
✅ ২৫% (১ ভাগে ১ জন) সন্তান সম্পূর্ণ সুস্থ থাকবে।
✅ ৫০% (২ ভাগে ১ জন) সন্তান বাহক হবে (নিজে অসুস্থ হবে না, তবে তার সন্তানকে ঝুঁকিতে ফেলতে পারে)।
❌ ২৫% (১ ভাগে ১ জন) সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে এবং নিয়মিত রক্ত নিতে হবে।
💡 গুরুত্বপূর্ণ বিষয়:
বাহক হওয়া মানেই অসুস্থতা নয়, তাই অনেকেই না জেনে বাহক হিসেবে থেকে যান।তবে দু’জন বাহক বিয়ে করলে সন্তান জন্মের সময় ঝুঁকি থেকেই যায়।বিয়ের আগে বা বাচ্চার পরিকল্পনা করার আগে Hb Electrophoresis অথবা DNA Test করা অত্যন্ত জরুরি।
🌸 আমরা কী করতে পারি?বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন।সচেতনতা ছড়িয়ে দিন।সন্তানকে থ্যালাসেমিয়ার ভয়াবহ জীবন থেকে বাঁচাতে আজ থেকেই উদ্যোগ নিন।
❤️ সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হলো তার সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ।চলুন, থ্যালাসেমিয়া মুক্ত প্রজন্ম গড়ি।
#থ্যালাসেমিয়া #সচেতনতা #স্বাস্থ্য_বার্তা #পরীক্ষা_করুন #সন্তানের_সুস্থতা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: