কুমির প্রজনন কেন্দ্র | কুমির গভেষনা কেন্দ্র|Crocodile Breeding Center|Crocodile Research Center
Автор: Sathe's Blog
Загружено: 2022-05-13
Просмотров: 9
Описание:
কুমির প্রজনন কেন্দ্র | কুমির গভেষনা কেন্দ্র|Crocodile Breeding Center Crocodile Research Center
ময়মনসিংহের ভালুকা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে ভাওয়াল গড়াঞ্চলের বিস্তীর্ণ শালবন পরিবেষ্টিত হাতিবেড় গ্রাম। লালমাটি আর অসমতল টিলা বনভূমি ঘেরা অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত এ পল্লী। এক সময় এ গ্রামটি জনবসতিহীন বন্য পশু-পাখির অভয়ারণ্য ছিল। মাত্র ২০ বছরের ব্যবধানে ভালুকার বিশাল বনাঞ্চল পরিণত হয়েছে দেশের অন্যতম শিল্পাঞ্চল জনপদ হিসেবে। আর দিন বদল আর পালাবদলের পালায় এ গ্রামেই গড়ে উঠেছে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র কুমির প্রজনন খামার। ২০০৪ সালের শেষ দিকে শুরু হয় এর কার্যক্রম। মাত্র ৬ বছরেই খামারটি দেখেছে সাফল্যের মুখ। কুমিরের বিভিন্ন অনুষঙ্গ রফতানির পাশাপাশি স্থানটি দেশি-বিদেশি পর্যটক এবং দর্শনার্থীদের নজরও কেড়েছে বলে মনে করেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেপটাইলস ফার্ম লিমিটেড।
কুমির কাহিনী ও রেপটাইলস ফার্ম লিমিটেডের শুরুর গল্প
কুমির আমাদের ভূগোল ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। কুমির নিয়ে নানা গল্প আজো আবহমান গ্রামবাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জলে কুমির আর ডাঙায় বাঘÑ এটাও সাধারণ মানুষের মুখে মুখে। বাংলাদেশে সাধু পানির কুমির বিলুপ্ত। সুন্দরবনে এখনো নোনা পানির কুমির রয়েছে। এদেশের বিশাল জনগোষ্ঠীর কাছে কুমির এক কল্পনার বিষয়বস্তু। সেই শৈশব থেকেই মা-দাদী-নানীরা কুমির নিয়ে নানা গল্প শুনিয়ে আসছেন তাদের সন্তান-সন্ততি ও নাতি-নাতনীদের।
পানিতে কুমির খুব ভয়ঙ্কর। অনেকটা ডাঙায় বাঘের মতোই। এ জন্তুটির সামনে পড়লে তো উপায়ই নেই। ভাওয়াল গড়াঞ্চলের বিস্তীর্ণ শালবন পরিবেষ্টিত হাতিবেড় গ্রামের বিশাল ফার্মটির পুকুরের পাশ দিয়ে আমরা ক’জন হেঁটে যাচ্ছি। খানিকটা দূর থেকে দেখছি, ‘গুটিকয়েক’ কুমির পানির নিচে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ একটি পুকুর থেকে সমুদ্র্রের তীরে আছড়ে পড়া ঢেউয়ের মতো তীব্র শব্দ। অ্যাডভ্যাঞ্চেরাস দৃশ্য। নিজেকে নিরাপদে রেখে তাকিয়ে দেখলাম, পুকুরের পাশেই নিজের সুবিধামতো একটি জায়গা তৈরি করে সেখানে বিশ্রাম নিচ্ছে কুমিরটি। সতর্ক পায়ে আমরা হেঁটে চললেও সেই হাঁটার শব্দেই কুমিররাও সতর্ক হচ্ছিল। সতর্ক হতে গিয়েই এত শব্দ! এরপর থেকেই আমাদের চলাফেরা, তাকানো সব ব্যাপারেই সতর্কতা দ্বিগুণ বেড়ে গেল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: